পল্লবীদের আদি বাড়ি ছিল জয়নগর থানার ঢোসা গ্রামে। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। তার ঠিক ২০ দিন আগে ওই পড়ুয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের কেউই। মোবাইল প্রেম কেড়ে নিল মাধ্যমিক পরীক্ষার্থীর জীবন? বৃহস্পতিবার বিকালে পড়াশোনা বন্ধ রেখে মোবাইল ঘাঁটছিল পল্লবী।
আরও পড়ুন: প্রার্থীর থেকে বেশি তারকা প্রচারকের সংখ্যা, ত্রিপুরায় তৃণমূলকে কটাক্ষ বিজেপি-র
advertisement
তা দেখে বকাঝকা করে কাজে বেরিয়ে যান পল্লবীর মা দেবযানী মণ্ডল। তার বাবা বিভাস মণ্ডল কাজ থেকে তখনও ফেরেননি। রাতে বাবা মা বাড়িতে ফিরে পল্লবীকে ডেকে কোনও সাড়া না পেয়ে পাশের ঘরে যান। সেখানে পল্লবীর ঝুলন্ত দেহ দেখে চিৎকার করে ওঠেন। ছুটে আসে প্রতিবেশীরা।
আরও পড়ুন: লক্ষ্য মেদিনীপুর ও ঘাটাল লোকসভা, আগামিকাল আনন্দপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
খবর যায় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাবা-মায়ের অবর্তমানে পল্লবীর এই মৃত্যু, আত্মহত্যা না খুন? তা নিয়ে তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ।