TRENDING:

Madhyamik 2022: আত্মহত্যার চেষ্টা! দিনশেষে মাধ্যমিকের অ্যাডমিট হাতে 'হাসিমুখ' পরীক্ষার্থী মির্জানা, ত্রাতা অভিষেক!

Last Updated:

Madhyamik 2022: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে অ্যাডমিট কার্ড রাতেই ছাত্রীর হাতে তুলে দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মানসী মণ্ডল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডায়মন্ড হারবার : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তৎপরতায় রাতে ডায়মন্ড হারবারের বাসুলডাঙার মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে অ্যাডমিট কার্ড তুলে দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা।সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে অ্যাডমিট কার্ড রাতেই ছাত্রীর (Madhyamik Student Attempted Suicide) হাতে তুলে দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মানসী মণ্ডল।পরীক্ষার অনুমতি পত্র পেয়ে বেজায় খুশি বাসুলডাঙার মাধ্যমিক Madhyamik 2022 পরীক্ষার্থী মির্জানা খাতুন।
অভিষেকের তৎপরতায় হাসি ফিরল মাধ্যমিক পরীক্ষার্থীর
অভিষেকের তৎপরতায় হাসি ফিরল মাধ্যমিক পরীক্ষার্থীর
advertisement

আরও পড়ুন : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা, অবশেষে অ্যাডমিট হাতে পাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী!

প্রসঙ্গত, ডায়মন্ড হারবারের বাসুলডাঙাতে মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট (Madhyamik 2022) না পাওয়া এবং পরীক্ষা দিতে না পাড়ার হতাশায় আত্মহত্যার পথ বেছে নেওয়ার ঘটনাটি সংবাদমাধ্যম সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। বিষয়টি নিয়ে নিজে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁরই তৎপরতায় কাজ হয় দ্রুত। অবশেষে অ্যাডমিট কার্ডটি হাতে পেল মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Student Attempted Suicide) মির্জানা খাতুন। আগামিকাল নির্দিষ্ট সময়েই মাধ্যমিক পরীক্ষায় বসতে চলছে এই পরীক্ষার্থী।

advertisement

জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik 2022) অ্যাডমিট (Admit card) না পাওয়ার ঘটনা সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে এদিন ছাত্রীর বাড়িতে যান। পরে বিষয়টি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জানানো হয়। এরপরই বিষয়টি নিয়ে চূড়ান্ত তৎপরতা দেখান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি নিজে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে ওই ছাত্রীর অ্যাডমিট পাওয়ার ব্যবস্থা করে দিয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শুধু তাই নয়, নিজে তিনি ফোন করে কথা বলেন মাধ্যমিক পরীক্ষার্থী মির্জানা খাতুন ও তাঁর পরিবারের সঙ্গে। পরীক্ষার আগে তাঁরা যেন কোনোরকম দুশ্চিন্তায় না থাকেন সেই বিষয়ে সবরকম সাহায্যের আশ্বাস দেন অভিষেক।

advertisement

আরও পড়ুন :  'অফলাইনের টেনশন'? পরীক্ষার আগেই মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ! হতবাক গোটা গ্রাম

উল্লেখ্য, সোমবার জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে না পারার হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বাসুলডাঙ্গা এলাকার এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Student Attempted Suicide) মির্জানা খাতুন। পরিবারের তৎপরতায় প্রাণে বাঁচলেও পরীক্ষা নিয়ে সংশয়ে ভেঙে পড়েছিল মির্জানা। কী ভাবে রাত পোহালে পরীক্ষা দেবে মেয়ে তাই নিয়ে চিন্তায় উদ্বেগে কাটছিল হতদরিদ্র পরিবারটির। ঠিক সেই সময় ত্রাতার ভূমিকায় পাশে এসে দাঁড়ালেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ছবি ও প্রতিবেদন : আনিসুদ্দিন মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik 2022: আত্মহত্যার চেষ্টা! দিনশেষে মাধ্যমিকের অ্যাডমিট হাতে 'হাসিমুখ' পরীক্ষার্থী মির্জানা, ত্রাতা অভিষেক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল