TRENDING:

North 24 Parganas News: এল ১০০ লিটার দুধ, গোলাপের পাপড়ি! মদনের জন্য কেন এলাহি আয়োজন ভক্তদের?

Last Updated:

মঙ্গলবার সত্তর বছরে পা দেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলঘড়িয়া:  ১০০ লিটার দুধে স্নান করলেন বিধায়ক মদন মিত্র! প্রিয় নেতার জন্মদিন বলে কথা, তাই দুধ দিয়ে স্নান করানো হল নেতাকে।
মদন মিত্রর দুধ স্নান
মদন মিত্রর দুধ স্নান
advertisement

দেখে মনে হবে এ যেন কোনও দক্ষিণী সিনেমার হিরোদের ভক্তদের মতো উল্লাস। তবে এক-দুই লিটার নয়, একেবারে ১০০ লিটার দুধ ঢেলে অনুগামীরা স্নান করান কামারহাটির এই তৃণমূল বিধায়কের কাট আউটে। সত্তরে পা দিলেন পশ্চিমবঙ্গের রাজনীতির কালারফুল বয় মদন মিত্র। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে মদন মিত্রের বিশাল কাট আউট তৈরি করে তাতে ১০০ লিটার দুধ ও লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে স্নান করানো হল।

advertisement

আরও পড়ুন: ফের সঞ্জয়কে আনা হল আদালতে, একে একে চিনিয়ে দিলেন চার সাক্ষী! কারা তাঁরা?

বেলঘড়িয়া বি টি রোডের ১১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে এ দিন শুধু দুধ দিয়ে স্নান করানোই নয়, কেক কেটে শঙ্খ বাজিয়ে, উলু ধ্বনি দিয়ে পালন করা হল এলাকার বিধায়কের জন্মদিন। যদিও এ দিন মদন অনুগামীদের এই জন্মদিন উদযাপন ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, কামারহাটি বিধানসভা এলাকায় রয়েছে পিছিয়ে পড়া বস্তি অঞ্চল। যেখানে শিশুরা অর্থের অভাবে দুধ খেতে পারে না, সেখানে ১০০ লিটার দুধ প্রিয় নেতাকে স্নান করিয়ে কেন করা হল অপচয়!

advertisement

View More

যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি বিধায়কের। তবে এ দিন কামারহাটি বিধানসভা এলাকার বহু জায়গায় নানা রকম ভাবে উদযাপন করা হয় মদন মিত্রের জন্মদিন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: এল ১০০ লিটার দুধ, গোলাপের পাপড়ি! মদনের জন্য কেন এলাহি আয়োজন ভক্তদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল