TRENDING:

Maa Canteen: ৫ টাকায় পেট ভর্তি খাবার! বারুইপুরের হাসপাতালে শুরু হল মা ক্যান্টিন, উদ্বোধনের পরেই আরও একটি সুখবর দিলেন বিধায়ক

Last Updated:

Maa Canteen: বিধায়ক জানান, আগামীদিনে হাসপাতাল চত্বরের মধ্যে মা ক্যান্টিনের জন্য আলাদা একটি স্থায়ী বিল্ডিং তৈরির পরিকল্পনা রয়েছে। এর ফলে আরও বেশি মানুষ এই পরিষেবার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা,বারুইপুর, সুমন সাহাঃ বারুইপুর মহকুমা হাসপাতালে শুরু হল মা ক্যান্টিন। প্রতিদিন পাওয়া যাবে ২০০ জনের খাবার। নববর্ষের আগেই রোগী ও তাঁদের আত্মীয়দের জন্য বড় স্বস্তির খবর। বারুইপুর মহকুমা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল মা ক্যান্টিন। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই ক্যান্টিনের উদ্বোধন করেন।
মা ক্যান্টিন
মা ক্যান্টিন
advertisement

বিমানবাবু জানান, আপাতত প্রতিদিন ২০০ জন রোগী ও তাঁদের আত্মীয় মা ক্যান্টিনের খাবার পাবেন। তবে ভবিষ্যতে চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা ধীরে ধীরে আরও বাড়ানো হবে। স্বল্প খরচে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহই এই ক্যান্টিনের মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ ধানের স্তূপে বিধ্বংসী আগুন! চক্রান্ত করে এক বিঘা জমির ফসল পুড়িয়ে দেওয়ার অভিযোগ, সরকারি সাহায্যের আর্জি সর্বহারা কৃষকের

advertisement

হাসপাতালে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রোগীর পরিজনদের। বাইরে থেকে খাবার কিনতে গিয়ে অতিরিক্ত খরচ ও ভোগান্তির মুখে পড়তে হয় তাঁদের। মা ক্যান্টিন চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী প্রশাসন। পরিষেবা শুরু হতেই খুশি রোগী ও তাঁদের আত্মীয়রা। অনেকেই জানিয়েছেন, এই উদ্যোগ হাসপাতাল পরিষেবাকে আরও মানবিক করে তুলবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার মাটি থেকে জাতীয় দলের দোরগোড়ায়! পুরুলিয়ার মেয়ের বিরাট সাফল্য
আরও দেখুন

এদিন বিমানবাবু আরও জানান, আগামীদিনে হাসপাতাল চত্বরের মধ্যেই মা ক্যান্টিনের জন্য আলাদা একটি স্থায়ী বিল্ডিং তৈরির পরিকল্পনা রয়েছে। এর ফলে আরও বেশি মানুষ এই পরিষেবার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maa Canteen: ৫ টাকায় পেট ভর্তি খাবার! বারুইপুরের হাসপাতালে শুরু হল মা ক্যান্টিন, উদ্বোধনের পরেই আরও একটি সুখবর দিলেন বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল