TRENDING:

North 24 Parganas News: বাড়ছে মা ক্যন্টিনের সংখ্যা! এবার ৫ টাকায় পেট ভরবে হাবরা হাসপাতালে

Last Updated:

রাজ্য সরকারের তরফে চালু করা এই মা ক্যান্টিন বিশেষভাবে সফল হওয়ায়, ক্যান্টিনের সংখ্যা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই পুরসভার উদ্যোগে হাবরা হাসপাতাল চত্বরে চালু হল এই পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: দাম বৃদ্ধির কারণে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে হাবরা হাসপাতাল চত্বরে মাত্র পাঁচ টাকায় সকলের পেট ভরাবে এই “মা”। প্রথম দিনেই যেন ব্যাপক সাড়া মিলল নতুন চালু হওয়া এই পরিষেবায়। রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে মাত্র পাঁচ টাকায় মা ক্যান্টিনে দুপুরের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়েছিল মুখ্যমন্ত্রী নির্দেশে। আর্থিকভাবে পিছিয়ে পড়া দুঃস্থ ও ভবঘুরেদের পেট ভরাতে রাজ্য সরকারের তরফে চালু করা এই মা ক্যান্টিন বিশেষভাবে সফল হওয়ায়, এবার মা ক্যান্টিনের সংখ্যা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবার হাবরা পুরসভার উদ্যোগে হাবরা হাসপাতাল চত্বরে চালু হল এই পরিষেবা।
advertisement

আরও পড়ুন: পুকুর সংস্কারেই জমা জল মুক্ত হবে নিউ বারাকপুরের এলাকা

প্রত্যেকদিন হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজন থেকে শুরু করে হাসপাতাল কর্মী ও স্থানীয় আশপাশের দোকানদার ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষজন এই পরিষেবা নিতে পারবেন। মাত্র ৫ টাকায় কুপন কেটে, মিলবে দুপুরে ডাল, ভাত, সবজি সহ ডিমও। স্বনির্ভর গোষ্ঠীর ১২ জন মহিলা এই ক্যান্টিন সামলানোর দায়িত্বে থাকবেন বলেই জানা গিয়েছে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত দেওয়া হবে ৫ টাকার কুপন। এরপর বেলা একটা থেকে দুটো পর্যন্ত দুপুরের খাবার মিলবে এই ক্যান্টিন থেকেই। এদিন ৫ টাকার বিনিময়ে কুপন কাটা মানুষদের পেট ভরে খাওয়ালেন মা ক্যান্টিনের দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পেট ভরে দুপুরের খাবার খেয়ে তৃপ্তির হাসি হাসলেন অনেকেই। এখন থেকে প্রতিদিনই এই পরিষেবা মিলবে বলেই জানানো হয়েছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাড়ছে মা ক্যন্টিনের সংখ্যা! এবার ৫ টাকায় পেট ভরবে হাবরা হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল