চেয়ারম্যানের সঙ্গে মিটিং সেরে রাতে বের হওয়ার সময় কয়েকজন যুবককে র্যাকেট হাতে খেলতে দেখে তাঁরা। তারপর দুজনেই নেমে পড়েন মাঠে। বেশ কিছু সময় দু’জনে খেলেন। তারপর তাঁদের সঙ্গে খেলায় যোগ দেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কান্তি দাস। খেলা শেষে দু’জনেই জানান খুব ভাল লাগছে তাঁদের। শাড়ি পরে যখন মহিলা বিধায়করা খেলছিলেন তখন তা ছিল দেখার মতো। একে অন্যকে কার্যত বুঝিয়ে দিচ্ছিলেন কে কতটা ফিট।
advertisement
আরও পড়ুন – IPL 2024 Auction: কোন কোন বোলার হলেন নিষিদ্ধ, নাটক চরমে, বাদ উঠতি তারকার নাম, প্রাক্তন KKR-র নাম গেল কাটা
খেলাটা তাঁরা যে খারাপ বোঝেন না সেটা একের পর এক স্ম্যাশ দিয়ে প্রমাণ করছিলেন। টানটান মুহূর্ত যাঁরা দেখেছেন তাঁদের অনেকেই এই খেলা ফ্রেমবন্দি করেছেন। জাতীয় স্তরের ক্রীড়াবিদ না হয়েও শীতে গা গরম করে তাঁরা এখন ভাইরাল।
এই খেলা শেষে প্রত্যেকেই হাসি মুখে বাড়ি ফেরেন। লাভলি মৈত্র বলেন ‘‘আমি খুব ভালবাসি ব্যাডমিন্টন খেলতে। আজ এখানে খেলার আয়োজন দেখে নিজেকে থামাতে পারলাম না। সবাই বলল খেলার জন্য। ভাল লাগছে। মাঝে মাঝেই যদি সময় হয় তাহলে খেলার জন্য এখানে আসতে চাইব।’’
ফিরদৌসী বেগমের কথায়, ‘‘কাজের জন্য তো আর খেলার সময় হয় না। অনেকদিন পর র্যাকেট হাতে পেয়ে ভাল লাগল। দু’জনে এসেছিলাম পুরসভায়। আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখলাম এখানে খেলা হচ্ছে। খেললাম।’’
Suman Saha