এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় ভাইরাল। কিন্তু ভালবাসার সপ্তাহে কেমন আছে এই দম্পতি? প্রসঙ্গত বছর চারেক আগে মহম্মদ বাজার থানা এলাকার কোরাপুকুরের বাসিন্দা বাপন বাদ্যকরের সঙ্গে বিয়ে হয় সিউড়ির মল্লিকগুণ পাড়ার বাসিন্দা শিল্পা বাদ্যকরের। বাপন পেশায় ছিলেন একজন গাড়ির চালক। মা,বাবা,স্ত্রী ও ছেলেকে নিয়ে সংসার মন্দ চলছিল না বাপনের। কিন্তু মাস তিনেক আগে বাড়ি ফিরে মাদকাসক্ত হয়ে পড়ে বাপন। আর যা নিয়ে স্ত্রী শিল্পা ২৫ ডিসেম্বর রেগে চলে যান নিজের বাপের বাড়ি। স্ত্রীর চলে যাওয়ার কথা জানতে পেরে বাপনও রাতেই মহম্মদ বাজার থেকে বাইক নিয়ে চলে আসে সিউড়ি।
advertisement
আরও পড়ুন – Vegetable Rezala: কষিয়ে রাঁধুন এঁচোড় রেজালা, ইয়াম্মি, টেস্টি এতটাই যে ফেল করে যাবে চিকেন-মাটনও
বউয়ের রাগ ভাঙাতে সে গোলাপ ফুলের তোড়া কিনতে যায় বিভিন্ন দোকানে। কিন্তু রাত অনেকটাই হওয়ার কারণে ফুলের দোকান সমস্ত বন্ধ হয়ে যায়। তবে বাপন ও ছেড়ে দেবার পাত্র না।তাই সিউড়ি পৌরসভার সৌন্দর্যায়নের জন্য লাগানো ‘আমার ভালবাসার সিউড়ির’ লাভ সাইনটি চুরি করে সে।
তবে রাস্তায় তাকে পড়তে হয় পথ দুর্ঘটনার কবলে।আর তখনই গাড়ি থেকে পড়ে ভেঙে যায় লাভ সাইনটি। ঠিক এরই দুদিন পরে পৌর পিতার অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানা আটক করে বাপনকে।তবে চুরির কারণ শুনে কার্যত হতবাক হয়ে যান সিউড়ি থানার আইসি ও পৌরপিতা।একটি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার পাশাপাশি পৌরপিতা তাকে কিনে দেন একটি গোলাপ ফুলের তোড়া।আর সেই গোলাপ ফুলের তোড়ানিজের স্ত্রীকে দিয়ে চুরির জন্য সকলের সামনে ক্ষমা চায় বাপন। রাগ ভাঙ্গে স্ত্রী শিল্পার।বাপনের সঙ্গে ফিরে যায় শ্বশুর বাড়িতে৷ তাদের ভালবাসার এই গল্প কার্যত সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কাড়ে। রাতারাতি ভাইরাল হয়ে যায় বাপন।
একটি ইউটিউব চ্যানেল খোলারও পরিকল্পনা করেছিল সে। কিন্তু পথের বাধা হয়ে দাঁড়াল সেই নেশা।তাকে নেশা মুক্তির জন্য বহরমপুরের চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরে গত ২৮ ডিসেম্বর ভর্তি করা হয় নেশা মুক্তি কেন্দ্রে। তখন থেকেই স্বামী সুস্থ হয়ে ফেরার আশায় দিন গুনছে স্ত্রী শিল্পা। স্বামীর জন্য ভালবাসার সপ্তাহে লিখছে ডায়েরি। এমনকি বাপনের দেওয়া সেই গোলাপ ফুলের তোড়া আজও ঘরেই রেখে দিয়েছে শিল্পা.শুধু তাই নয় স্ত্রীর প্রতি বাপনের ভালোবাসা দেখে মুগ্ধ তার মা,বাবা আর ভাইও।
Souvik Roy