TRENDING:

Bird Lovers: সংসারে টানাটানি, তবুও প্রাণের থেকে প্রিয় পাখিদের খাওয়াতে ৪০ বছর ধরে ভোলেন না সুখদেব, জিৎ বাহাদুরও দারুণ ভালবাসেন খোলা আকাশের পাখিদেরই

Last Updated:

West Bardhaman News : পাখিদের  অন্নদাতা হয়ে উঠেছেন দুর্গাপুরের জিৎ বাহাদুর ও সুখদেব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : জীবজগতে প্রকৃতি রক্ষার জন্য পাখি রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী উদ্যোগ। পাখি  প্রকৃতির শোভা বৃদ্ধির পাশাপাশি  পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পাখি রক্ষা করা মানে প্রকৃতির প্রতি দায়িত্ব পালন করা এবং একইসঙ্গে মানুষের জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলা। আর দুর্গাপুরে খোলা আকাশে উড়ে বেড়ান এই পাখিদের  অন্নদাতা হয়ে উঠেছেন জিৎ বাহাদুর ও সুখদেববাবু।
advertisement

এই দুই আহারদাতার আহারের টানে নানা প্রজাতির শতাধিক পাখি ও  কাঠবেড়ালির দল এলাকায় এসে জড় হয়। আহার দেওয়ার নির্দিষ্ট  সময়ের আগেই এসে ওই পাখি ও কাঠবিড়ালির দল অপেক্ষারত থাকে। ওই দুই আহারদাতার দাবি,পরিবেশ রক্ষায় পাখিদের যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনই পাখিদের সুরক্ষারও প্রয়োজন আছে। শহরের বুকে তাদের আহার ও বাসযোগ্য পরিবেশ করে তোলাই মানুষের কর্তব্য।পাশাপাশি তাঁদের দাবি সংসার ও ব্যবসায় শ্রীবৃদ্ধি আসে পাখিদের নিত্য সেবা দিলে।

advertisement

আরও পড়ুন – Jagdeep Dhankad Resignation Controversy: জগদীপ ধনখড়ের ইস্তফা ঘিরে নাটক চরমে! ঘোলা জলে মাছ ধরতে নেমে কংগ্রেসের ‘কান্নাকাটি’, কেন সরিয়ে দেওয়া হল, ৬ মাসের আগের ঘটনা ভুলে গেল নাকি

দুর্গাপুর স্টিল টাউনশিপের মার্কনি এলাকার বাসিন্দা সুখদেব ভৌমিক। তাঁর আর্থিক অনটনের সংসারেও তিনি প্রায় ৪০ বছর ধরে পাখি ও কাঠবিড়ালিদের খাওয়াচ্ছেন। তিনি প্রতিদিন প্রায় ১ কেজি চালের ভাত তৈরি করে খেতে দেন পাখিদের।

advertisement

View More

পাশাপাশি দুর্গাপুরের গ্যারেজ মোড় এলাকার বাসিন্দা জিৎ বাহাদুর সোনার। পেশায় তিনি ব্যবসায়ী। তিনি প্রায় আট বছর ধরে চাল আর গম খাওয়ান এলাকার পাখিদের। সকালে উঠে স্নান সেরেই তিনি এলাকার মন্দিরে এসে শতাধিক পাখিদের খাবার খাওয়ান। তাঁর গাড়ির শব্দেই উড়ে আসে শত শত পায়রার দল।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

Deepika Sarkar

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bird Lovers: সংসারে টানাটানি, তবুও প্রাণের থেকে প্রিয় পাখিদের খাওয়াতে ৪০ বছর ধরে ভোলেন না সুখদেব, জিৎ বাহাদুরও দারুণ ভালবাসেন খোলা আকাশের পাখিদেরই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল