TRENDING:

Lottery Result: এক টিকিটেই বাজিমাত! চাঁদ নেমে এল সুখচাঁদের ঘরে! কোটিপতি রাজমিস্ত্রি, তারপর যা ঘটল...

Last Updated:

Lottery Result: মুর্শিদাবাদের রানিনগরের সুখচাঁদ আনসারী নামে এক যুবক রাজমিস্ত্রির কাজ করে কোনও রকমে সংসার চলত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: পেশায় রাজমিস্ত্রি। কিন্তু নেশা তার লটারির টিকিট কাটা। আর সেই লটারি টিকিট কেটে এখন রাতারাতি কোটিপতি হলেন রাজমিস্ত্রি। মাত্র ৩০ টাকার টিকিটেই বাজিমাত ।
লটারির টিকিট হাতে সুখচাঁদ
লটারির টিকিট হাতে সুখচাঁদ
advertisement

মুর্শিদাবাদের রানিনগরের সুখচাঁদ আনসারী নামে এক যুবক রাজমিস্ত্রির কাজ করে কোনও রকমে সংসার চলত। প্রায় চার বছর ধরে লটারি কাটতেন। এই লটারি কাটাকে কেন্দ্র করে পরিবারের অশান্তি লেগেই থাকতো। তিনি ৩০ টাকা দিয়ে লটারি কাটেন। লটারি কাটার পর তার ছেলেকে নিয়ে কলকাতায় চিকিৎসা করানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। বহরমপুর রেল স্টেশনে গিয়ে তিনি খবর পান তার ৩০ টাকার লটারিতে ১ কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্য মিলেছে। সেই খবর পেয়ে সটান বাড়ি ফিরে আসেন তিনি। বাড়ি ফিরেই থানার দারস্ত হয়েছে ওই যুবক। তবে তার স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন ১ কোটি টাকা পাবে সে। তবে আজকে ১ কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে খুশি সুখচাঁদ আনসারী সহ তার পরিবার এবং এলাকাবাসীরা।

advertisement

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড়লোক দেশটি কোনটি বলুন তো? নাম শুনে মাথায় হাত দেবেন নিশ্চিত! ভারত কততে?

View More

লটারি বিজেতা সুখচাঁদ আনসারী জানিয়েছেন, আজকে আমি প্রথম পুরস্কার পেয়েছি। প্রথম পুরস্কার ভাগ্য মিলেছে জানতে পেরে আমি খুবই খুশি। ছেলে কে নিয়ে কলকাতা যাওয়ার কথা ছিল চিকিৎসা করানোর জন্য। তবে প্রথম পুরস্কারের প্রাইজ মিলতেই আমি সটান হাজির হয়েছি থানায়। এই টাকা দিয়ে আগামী দিনে বাড়ি ঘর উন্নতি ও ছেলের চিকিৎসা ও তার জন্য টাকা সঞ্চয় করে রাখব বলেই জানান তিনি।

advertisement

আরও পড়ুন: পাইলস থেকে মুক্তি, ইতি সর্দি-কাশিরও! জংলা ভাবা এই গাছের পাতা একবার ব্যবহার করে দেখুন

সুখচাঁদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুখচাঁদ যা রোজগার করে তা সবটাই লটারির টিকিট কাটতো। এই নিয়ে বাড়িতে অশান্তি হলেও তা শুনত না। নেশা ছিল লটারির টিকিট ক্রয় করা। তবে স্বপ্ন দেখতেন একদিন পাবে প্রথম পুরস্কার। তবে সুখচাঁদের ছেলে অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক খরচ ইতি মধ্যেই হয়েছে। তবে এই টাকাতে আগামী দিনে ছেলের চিকিৎসা করানো যাবে। আজকে লটারির প্রথম পুরস্কার পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

—- কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery Result: এক টিকিটেই বাজিমাত! চাঁদ নেমে এল সুখচাঁদের ঘরে! কোটিপতি রাজমিস্ত্রি, তারপর যা ঘটল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল