মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজগ্রামের বাসিন্দা ওয়াদ আলি সেখ। পেশায় তিনি মটর চালিত ভ্যান গাড়ির চালক। গ্রামীণ এলাকায় এই গাড়ি চালিয়ে যা উপার্জন করে তা দিয়েই চলে সংসার। ঠিক তেমনই নিত্যদিন থাকত লটারির টিকিট কাটার নেশাও। আর ওই একটি মাত্র টিকিটেই বাজিমাত করেছেন ওয়াদ আলি সেখ। মাত্র ৩০টাকার টিকিট কেটে সান্ধ্যকালীন লটারিতে সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়ায় পরিবারে খুশি নেমে এসেছে। আর পুরস্কারের কথা জানতে পেরেই সেখানে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা। ওয়াদ আলি শেখ পেশায় একজন মোটর চালিত ভ্যান চালক।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
সামান্য দু’কামড়ার ঘরছাড়া পরিবারের সহায় সম্বল আর কিছুই নেই। দিন আনি দিন খায় অবস্থা। পরিবার সূত্রে জানানো হয়েছে, প্রায় ১৯ বছর ধরে লটারি কাটলেও ওয়াদ আলি সেখের ভাগ্য কোনও দিন সঙ্গ দেয়নি। হয়ত কোনও সময় সামান্য কিছু টাকা পেয়েছেন। তবে বড় পুরস্কার একদিন পাবে এটা পরিবারের সকলেই আশা করেছিল। তাই লটারি কাটতে কেউ কোনদিন বাধাও দেননি।
আরও পড়ুন: শীতকালে ঠান্ডা না গরম জলে স্নান করা উচিত? এই জলই দূর করতে পারে বহু রোগ
আর এদিন সন্ধ্যায় এক কোটি টাকা পেতেই বাড়িতে খুশির হাওয়া নেমে এসেছে। এমনকি প্রতিবেশীদের মিষ্টিমুখ ও করানো হয়েছে। ওয়াদ আলি সেখ জানান, আমি জানতাম একদিন সর্বোচ্চ পুরস্কার পাবো। আমি খুবই দুস্থ পরিবারের। এই টাকা আমার বহুদিনের জমি কেনার শখ মেটাবে। বাড়িঘর রং করব। দুই ছেলে মেয়ের হাতেও স্বনির্ভর করার জন্য কিছু তুলে দেব।
কৌশিক অধিকারী