ঘটনাস্থলে আসেন পান্ডুয়া থানার পুলিশ। সেখানেই গাড়ির চালক-সহ খালাসিকে আটক করে পান্ডুয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে নিজেদের বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন সমীরণ টুডু ও আরতি হেমব্রমের পরিবারের সদস্যরা। আরতি হেমব্রম তখন রান্নার তোড়জোর করতে ব্যস্ত। তাঁদেরই পরিবারের ছোট্ট মেয়ে তখন সাহায্য করছে তার মাকে। ঠিক সেই সময় হঠাৎই তাঁরা শুনতে পান এক বিকট শব্দ। তড়িঘড়ি পেছন ফিরতেই দেখেন তাঁদের বাড়ির চাল ও পাঁচিল ভেঙে পড়তে শুরু করেছে। দৌড়ে রান্না ঘর থেকে বেরিয়ে এসে তাঁরা যা দেখলেন, একটি ইট বোঝাই লরি উল্টে পড়েছে তাঁদের বাড়ির উপরে।
advertisement
আরতি জানান, আর কয়েক মিনিট দেরি হলে তাঁরাও হয়তো বাড়ি চাপা পড়ে মারা যেতেন। তবে কোনওক্রমে দৌড়ে পালিয়ে এসে প্রাণে বাঁচেন তিনি ও তাদের বাড়ির ছোট্ট মেয়ে। বাড়ির অন্য এক সদস্য সমীরণ টুডু তিন জানান, একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে ইট বোঝায় লরিটি উল্টে যায় তাদের বাড়ির উপরে।
আরও পড়ুন: নতুন বছরেই বাংলার আবহাওয়া বদলের ইঙ্গিত, দিঘায় ঘুরতে যাচ্ছেন? বছরের শেষে সমুদ্রে আবহাওয়া কেমন থাকবে
গ্রামেরই অন্য একটি বাড়ির তৈরির জন্য যাচ্ছিল সেই ইট বোঝাই লরিটি। লরি উল্টে যাওয়ার ফলে তাঁদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি এখন কে দেবে, উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্রে খবর, গাড়ির ড্রাইভার বসেছিলেন পাশে এবং গাড়ির মালিক যিনি কাঁচা হাতের ড্রাইভার, তিনিই চালাচ্ছিলেন সেই সময়ে। যার ফলে ঘটে এই দুর্ঘটনা। গাড়ির চালক ও গাড়ির মালিককে আটক করেছে পুলিশ।
রাহী হালদার