TRENDING:

Hooghly News: গৃহস্থ বাড়িতে রান্নার তোড়জোড়... হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভর্তি লরি উল্টাল বাড়ির উপরে

Last Updated:

Hooghly News: হুগলির পান্ডাুয়ার দেপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলো ইট বোঝাই লরি৷ এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির উপর উল্টে যায় ইট বোঝাই লরি। কোনওক্রমে প্রাণে বাঁচেন বাড়ির বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার দে পাড়ায় বৃহস্পতিবার দুপুরে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
advertisement

ঘটনাস্থলে আসেন পান্ডুয়া থানার পুলিশ। সেখানেই  গাড়ির চালক-সহ খালাসিকে আটক করে পান্ডুয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে নিজেদের বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন সমীরণ টুডু ও আরতি হেমব্রমের পরিবারের সদস্যরা। আরতি হেমব্রম তখন রান্নার তোড়জোর করতে ব্যস্ত। তাঁদেরই পরিবারের ছোট্ট মেয়ে তখন সাহায্য করছে তার মাকে। ঠিক সেই সময় হঠাৎই তাঁরা শুনতে পান এক বিকট শব্দ। তড়িঘড়ি পেছন ফিরতেই দেখেন তাঁদের বাড়ির চাল ও পাঁচিল ভেঙে পড়তে শুরু করেছে। দৌড়ে রান্না ঘর থেকে বেরিয়ে এসে তাঁরা যা দেখলেন, একটি ইট বোঝাই লরি উল্টে পড়েছে তাঁদের বাড়ির উপরে।

advertisement

আরতি জানান, আর কয়েক মিনিট দেরি হলে তাঁরাও হয়তো বাড়ি চাপা পড়ে মারা যেতেন। তবে কোনওক্রমে দৌড়ে পালিয়ে এসে প্রাণে বাঁচেন তিনি ও তাদের বাড়ির ছোট্ট মেয়ে। বাড়ির অন্য এক সদস্য সমীরণ টুডু তিন জানান, একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে ইট বোঝায় লরিটি উল্টে যায় তাদের বাড়ির উপরে।

advertisement

View More

আরও পড়ুন: নতুন বছরেই বাংলার আবহাওয়া বদলের ইঙ্গিত, দিঘায় ঘুরতে যাচ্ছেন? বছরের শেষে সমুদ্রে আবহাওয়া কেমন থাকবে

গ্রামেরই অন্য একটি বাড়ির তৈরির জন্য যাচ্ছিল সেই ইট বোঝাই লরিটি। লরি উল্টে যাওয়ার ফলে তাঁদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি এখন কে দেবে, উঠছে প্রশ্ন।

advertisement

পুলিশ সূত্রে খবর, গাড়ির ড্রাইভার বসেছিলেন পাশে এবং গাড়ির মালিক যিনি কাঁচা হাতের ড্রাইভার, তিনিই চালাচ্ছিলেন সেই সময়ে। যার ফলে ঘটে এই দুর্ঘটনা। গাড়ির চালক ও গাড়ির মালিককে আটক করেছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: গৃহস্থ বাড়িতে রান্নার তোড়জোড়... হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভর্তি লরি উল্টাল বাড়ির উপরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল