TRENDING:

Lord Shiva Temple: বর্ধমানের ১০৮ শিব মন্দির! রোজ এখানে বহু মানুষ কেন ছুটে আসে জানেন? অবাক হবেন

Last Updated:

Lord Shiva Temple: বর্ধমানের এই মন্দির সম্পর্কে জানলে অবাক হবেন! কীভাবে যাবেন এই মন্দিরে? পুজো দেওয়া থেকে থাকা-খাওয়ার বিস্তারিত তথ্য জেনে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে রয়েছে ১০৮ শিবমন্দির। কম বেশি অনেকেই এই মন্দিরের কথা জানেন। বছরের প্রায় প্রত্যেকদিনই দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন এই মন্দির দর্শনের জন্য। কিন্তু এমনও অনেকে আছেন যাদের এই মন্দির সম্পর্কে সেই অর্থে কোনও ধারণা নেই। তবে চিন্তার কোনও কারণ নেই, এই প্রতিবেদনে জানানো হবে ১০৮ শিবমন্দিরের বিস্তারিত। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের নবাবহাট এলাকায় রয়েছে এই মন্দির।
advertisement

নবাবহাট বাসস্ট্যান্ড থেকে স্বল্প দূরত্ব অতিক্রম করলেই চোখে পড়বে এই মন্দির। তবে যারা মোটর সাইকেল অথবা চারচাকা গাড়ি নিয়ে আসবেন , তারাও নিশ্চিন্তে আসতে পারেন। পার্কিং থেকে শুরু করে বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এই মন্দিরে। এই প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের তরফে হরিহর দে বলেন , বর্ধমান স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে স্টেশন থেকে টোটো করে এই মন্দিরে আসা যাবে মন্দিরে পার্কিংয়ের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিশ্রাম নেওয়ার জন্য ঘরও রয়েছে।

advertisement

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারই মাস্টারস্ট্রোক! কী ঘটতে চলেছে? সুজাতার প্রচারে বড় চমক

ভক্তদের পুজো দিতে কোনও অসুবিধা হবে না মন্দির প্রাঙ্গনে ব্রাহ্মণ থাকেন। সকাল আটটা সময় এই মন্দির খোলা হয় এবং সন্ধ্যা আরতির পর আবার সন্ধ্যা আটটায় বন্ধ হয়ে যায় এই মন্দির। মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমেই দুই টাকা দিতে হবে। যদিও এই টাকা মন্দির রক্ষণাবেক্ষণ এবং পরিস্কার রাখার জন্য নেওয়া হয়।

advertisement

View More

মন্দিরে প্রবেশ করলেই আপনি সম্পূর্ণ ঘুরে মন্দিরগুলির দর্শন করতে পারবেন। পুজো দেওয়ার জন্য ফুল , ধুপকাঠি অথবা অন্যান্য সরঞ্জাম লাগলে তা পেয়ে যাবেন মন্দিরের মধ্যেই। এছাড়াও মন্দির প্রাঙ্গণেই থাকবে পুরোহিত, পুজো দিতে কোনও সমস্যা হবে না। তবে যদি কেউ ব্যক্তিগত ভাবে অনুষ্ঠান করে পুজো দিতে চান , তাহলে সেই ব্যবস্থাও করে দেওয়া হবে মন্দির কর্তৃপক্ষের তরফে। এছাড়াও মন্দিরে বিশ্রাম নেওয়ার ঘরের ব্যবস্থাও রয়েছে।

advertisement

আরও পড়ুন: থাইরয়েডে কষ্ট পাচ্ছেন? এই ছয় ঘরোয়া উপাদানেই দূর হবে সমস্যা! জানুন কী করতে হবে

কিন্তু পুজোর আয়োজন এবং ঘরের জন্য ৮৬৫৩৩৭২০৮৮ অথবা ৮৬৫৩৫১২০৮৮ এই নাম্বারে ফোন করে আগে থেকে জানাতে হবে। বিশ্রাম নেওয়ার ঘরের ব্যবস্থা থাকলেও মন্দির প্রাঙ্গণে রাত্রী যাপনের কোনও ব্যবস্থা নেই। এই মন্দির নামে ১০৮ হলেও আদতে রয়েছে ১০৯ টি শিব মন্দির। জপমালার মত ছড়িয়ে রয়েছে ১০৮টি শিব মন্দির এবং একটি রয়েছে কিছুটা দূরে।

advertisement

বর্ধমান শহরের নবাবহাট এলাকার এই শতাব্দী প্রাচীন মন্দিরের সারা বছরের ভিড় জমান পুণ্যার্থীরা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন অনন্য এই স্থাপত্য শৈলির টানে। আজ থেকে ২৩০ বছর আগে লক্ষাধিক টাকা ব্যয় এই অনন্য স্থাপত্যটি নির্মাণ করেছিলেন বর্ধমানের তৎকালীন মহারানী বিষ্ণু কুমারী দেবী। ১৭৮৮ সালে এই মন্দির নির্মাণ শুরু হয় এবং শেষ হয় ১৭৯০ সালে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lord Shiva Temple: বর্ধমানের ১০৮ শিব মন্দির! রোজ এখানে বহু মানুষ কেন ছুটে আসে জানেন? অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল