এদিন সকালে পঞ্জিকা মতে শুভ সময়ে মন্দির প্রতিষ্ঠার জন্য কলস যাত্রা শুরু হয়। কলস যাত্রার জন্য ১০০০ মহিলা অংশগ্রহণ করেছিলেন। ওই এক হাজার কলসে অজয় নদীর ঘাট থেকে জল ভর্তি করে অংশগ্রহণকারী পুণ্যার্থীরা মন্দিরের দিকে রওনা দেন।
দেখুন কলস যাত্রার ভিডিও: মহাসমারোহে পাণ্ডবেশ্বরে প্রতিষ্ঠা হল নতুন শিব মন্দির
advertisement
এই কলসযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। তিনি সকল কলসযাত্রীদের সঙ্গে জল নিয়ে আসার সময় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সুদূর বেনারস থেকে পূজারীরা এসে মন্দির প্রতিষ্ঠার পুজো শুরু করেছেন।
আরও পড়ুন: নামাজ, কোলাকুলি, নানা খাবার, আলোর রোশনাই! ইদের আনন্দ মেদিনীপুরে!
এই মন্দির প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, "পাণ্ডবেশ্বর এলাকার মানুষ আমার প্রাণের মানুষ। এই এলাকার মানুষের সার্বিক উন্নয়নে, সবরকম সাহায্যের জন্য আমার হাত সর্বদা এগিয়ে থাকবে।" তিনি আরও বলেন, এই মন্দির গড়ে ওঠায় এলাকার সাধারণ মানুষের আধ্যাত্মিকতার পরিসর আরও বাড়ল।আশপাশের মানুষের কাছে একটা নতুন গন্তব্য তৈরি হল। যার ফলে এলাকার সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন।"
Nayan Ghosh