দীর্ঘ লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে বাবা লোকনাথের মূর্তিতে জল ঢেলে চলে পুজোপাঠ। বহু দূর-দূরান্ত থেকে বাঁকে করে পায়ে হেঁটে মানুষজন এদিন এসে পৌঁছয় উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার চাকলা ধামে। লক্ষাদিক ভক্ত সমাগমে কারণে জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল মন্দির চত্বর-সহ আশপাশের এলাকাগুলিতেও।
আরও পড়ুন: তাল কিনতে নাকাল! জন্মাষ্টমীতে ৩০ টাকার তাল বিকোচ্ছে ৩০০ কোথাও ৫০০ টাকা
advertisement
যাতে দূর-দূরান্ত থেকে আশা ভক্তদের কোনও রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল প্রশাসন ও মন্দির কমিটির তরফ থেকে। জন্মাষ্টমীতে বাবার জন্মদিনে মাথায় জল ঢেলে ও বিশেষ পুজোর মধ্যে দিয়ে এদিন চাকলা যেন উৎসব শুরু হয়। এদিন মন্দির চত্বরে ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেল কেউ এসেছেন কুড়ি কিলোমিটার হেঁটে।
আরও পড়ুন: শুধু তালের বড়া নয়, জন্মাষ্টমীতে গোপালকে ভোগ দিন বাড়িতে বানানো তালের মিষ্টি! রইল রেসিপি
কেউ আবার এসেছেন পরিবারের সঙ্গে ১২ কিলোমিটার পায়ে হেঁটে। অনেকেই জানালেন প্রতি বছর বাবার টানে তাঁরা আসেন এই চাকলা ধামে। জল ঢেলে মনের শান্তির পাশাপাশি মনের ইচ্ছা বাবাকে জানালে পূরণ হয় তা। তাই এই বিশেষ দিনে লোকনাথ বন্দনায় ব্রতী হতে দেখা গেল রাজ্যবাসীকে।
Rudra Narayan Roy