Janmashtami 2023: তাল কিনতে নাকাল! জন্মাষ্টমীতে ৩০ টাকার তাল বিকোচ্ছে ৩০০ কোথাও ৫০০ টাকা

Last Updated:

Janmashtami 2023: তালের দাম ৩০০-৪০০ তাল কিনতে ছ্যাঁকা, দাম শুনে আঁতকে উঠছেন ক্রেতারা।

তাল
তাল
হাওড়া: তালের দাম ৩০০-৪০০। তাল কিনতে ছ্যাঁকা। দাম শুনে আঁতকে উঠছেন ক্রেতা। জন্মাষ্টমী পুজোর প্রয়োজনীয় অর্ঘ্যের মধ্যে অন্যতম হল পাকা তাল। রীতি মেনে জন্মাষ্টমী পুজোর অংশ এই তাল। পুজোর প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে তালের ফুলুরি বা কাঁচা তাল এই পুজোয় দেওয়ার রীতি।
সিজনের ফল হিসেবে শ্রাবণ ও ভাদ্র মাসে পাকা তাল পাওয়া যায়। সেই দিক থেকে প্রতি বছরের জন্মাষ্টমী পুজো উপলক্ষে তাল বিক্রি হতে দেখা যায় প্রায় প্রতি বাজারে। একখানা তাল ১০-২৫ বা ৩০ টাকা পর্যন্ত হয়। কিন্তু এবার ৩০ টাকার তাল ৩০০-৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেল, জেলার বিভিন্ন বাজারে। কোথাও আবার ৪০০ টাকা ছাড়িয়েছে। তাল কিনতেই হাঁপিয়ে উঠল ক্রেতা।
advertisement
আরও পড়ুন: শুধু তালের বড়া নয়, জন্মাষ্টমীতে গোপালকে ভোগ দিন বাড়িতে বানানো তালের মিষ্টি! রইল রেসিপি
জন্মাষ্টমী পূজোর আয়োজনে বাজারে গিয়ে রীতিমত চক্ষু চড়কগাছ ক্রেতাদের। এমন তালের চড়া বাজার আগে দেখেনি বলেই জানালেন অনেকে। তবে এবার বেশ কিছুদিন আগে থেকেই তালের খোঁজ শুরু হয় গ্রামাঞ্চলে। অনেকাংশেই দেখা গিয়েছিল গাছ থেকে তালের কাঁধি কেটে স্টক করা হয়েছিল। কিন্তু চাহিদার তুলনায় নামমাত্র।
advertisement
advertisement
তালের যোগান বাজারে সেভাবে দেখা মেলেনি। তালের দাম শুনে পকেট থেকে টাকা বের করতে না করতেই তালের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। শেষমেশ চড়া দাম দিয়েও তাল অমিল। একটি তাল কয়েকজন মিলে ভাগাভাগি করে নিতেও দেখা গেল বাজারে। একদিকে পাকা তালের সময় থেকে পিছিয়ে জন্মাষ্টমী পুজো। তবে অন্যতম কারণ হল ক্রমশ তাল গাছের সংখ্যা কম হচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Janmashtami 2023: তাল কিনতে নাকাল! জন্মাষ্টমীতে ৩০ টাকার তাল বিকোচ্ছে ৩০০ কোথাও ৫০০ টাকা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement