Indian Railways: রেললাইনে কাজের জন্য বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, আপনার ট্রেনের কী খবর?

Last Updated:

Indian Railways: আপনার ট্রেন বাতিল নয় তো? একবার দেখে নিন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: নর্থ ইস্টার্ন রেলওয়ের অধীনে গোরখপুর ক্যান্ট. ও কুশমহি স্টেশনের মধ্যে তৃতীয় লাইন চালু করা ও গোরখপুর ক্যান্ট. ইয়ার্ডের রিমডেলিং-এর জন্য নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সেকশন দিয়ে অতিক্রম করা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কয়েকটি ট্রেনের চলাচল নীচের বিবরণ অনুযায়ী হয় বাতিল অথবা পথ পরিবর্তন করা হয়েছে।
ট্রেনের বাতিলকরণ: ১।​০৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) ও ০৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬২২নং (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) এক্সপ্রেস বাতিল থাকবে।২। ​০৭ ও ১১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৫ (কাটিহার-দিল্লি) এক্সপ্রেস এবং ০৮ ও ১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৬ (দিল্লি-কাটিহার) এক্সপ্রেস বাতিল থাকবে। ৩।​০৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৪ (জম্মু তাওয়াই-গুয়াহাটি) এক্সপ্রেস ও ট্রেন নং. ০৪৬৫৩ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) স্পেশাল বাতিল থাকবে।
advertisement
আরও পড়ুন: বাংলার নির্দিষ্ট রাজ্য গান কী হবে? বিধানসভায় চূড়ান্ত আলোচনায় মুখ্যমন্ত্রী, থাকতে পারেন শুভেন্দুও
৪।​০৯ ও ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৭ (কাটিহার-অমৃতসর) এক্সপ্রেস ও ট্রেন নং. ১৫৭০৮ (অমৃতসর-কাটিহার) এক্সপ্রেস বাতিল থাকবে।৫।​০৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৭৩৪ (কাটিহার-অমৃতসর জং.) স্পেশাল ও ১১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৭৩৩ (অমৃতসর জং.-কাটিহার) স্পেশাল বাতিল থাকবে। ৬।​১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৫ (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা) এক্সপ্রেস ও ট্রেন নং. ০৫৬১৬ (গুয়াহাটি-উদয়পুর সিটি) স্পেশাল বাতিল থাকবে। ৭।​১১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫০৭৮ (গোমতি নগর-কামাখ্যা) এক্সপ্রেস, ১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫০৭৭ (কামাখ্যা-গোমতি নগর) এক্সপ্রেস এবং ১৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৬১৫ (উদয়পুর সিটি-গুয়াহাটি) স্পেশাল বাতিল থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শাখায় দুর্ভোগের বড় আশঙ্কা, লোকনাথের জন্মদিনে কচুয়ার জন্য বেশি ট্রেন কখন?
ট্রেনের পথ পরিবর্তন:১।​০৬ থেকে ০৮ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৭ (কাটিহার জং.-অমৃতসর জং.) এক্সপ্রেসটি ভায়া ছাপরা জং., গাজিপুর সিটি, বারাণসী জং, বানারস, প্রয়াগরাজ জং. ও কানপুর সেন্ট্রাল হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।২।​০৬ থেকে ০৮ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৮ (অমৃতসর জং.-কাটিহার জং.) এক্সপ্রেসটি ভায়া কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জং., বানারস, বারাণসী জং., গাজিপুর সিটি ও ছাপরা জং. হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: রেললাইনে কাজের জন্য বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, আপনার ট্রেনের কী খবর?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement