West Bengal Song: বাংলার নির্দিষ্ট রাজ্য গান কী হবে? বিধানসভায় চূড়ান্ত আলোচনায় মুখ্যমন্ত্রী, থাকতে পারেন শুভেন্দুও
- Published by:Raima Chakraborty
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
West Bengal Song: সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই সভায় বক্তব্য পেশ করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে পারেন।
কলকাতা: রাজ্য দিবসের পাশাপাশি এবার রাজ্য সঙ্গীত। আজ এই প্রসঙ্গে বিধানসভায় প্রস্তাব নিয়ে হবে আলোচনা। আলোচনার জন্য বরাদ্দ থাকছে এক ঘণ্টা সময়৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই সভায় বক্তব্য পেশ করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে পারেন। তবে এই প্রস্তাব নিয়ে বিজেপি আদৌ আলোচনায় যোগ দেবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে চূড়ান্ত আগ্রহ দানা বেঁধেছে।
অনেক রাজ্যের ‘রাজ্য সঙ্গীত’ আছে, এ বার সেই ঢঙে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত তৈরি করতে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার৷ হতে পারে, কোনও প্রচলিত সৃষ্টি বা হতে পারে নতুন করে কোনও গান তৈরি করে সেটিকে ‘রাজ্য সঙ্গীত’-এর স্বীকৃতি দেওয়া হতে পারে৷ যে ভাবে অন্য রাজ্যের রাজ্য সঙ্গীত সেখানকার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতির কথা বলে, তেমন করে এখানেও এই গান সেই কথাই বলবে৷ ইতিমধ্যে বেশি কিছু গান নিয়ে আলোচনাও হয়েছে বলে খবর৷
advertisement
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শাখায় দুর্ভোগের বড় আশঙ্কা, লোকনাথের জন্মদিনে কচুয়ার জন্য বেশি ট্রেন কখন?
এর আগে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পয়লা বৈশাখকে পালন করার প্রস্তাব দেওয়া হয়েছিল স্পিকার নিযুক্ত কমিটির পক্ষ থেকে৷ তবে এই রাজ্য সঙ্গীতের ধারণা খুব একটা নতুন নয়৷ এই দেশে অনেকগুলি রাজ্যের আলাদা গান রয়েছে৷ যেমন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসম, বিহার ও ওড়িশায় নিজস্ব গান রয়েছে৷ বিহারের গানটির নাম ‘মেরে ভারত কে কণ্ঠহার’৷ অসমের গান ‘ও মুর আপনার দেশ৷’।
advertisement
advertisement
আরও পড়ুন: ইডি-র এক দাবিতেই সূত্রপাত, ট্যুইট-যুদ্ধে শুভেন্দু-অভিষেক! ছবি-লেখায় তীব্র লড়াই
গত সপ্তাহেই এই বিষয়ে নবান্ন সভাঘরে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। যদিও সেই সভায় বিশিষ্ট ব্যক্তিদের তরফে একাধিক গানকে বাংলার গান হিসাবে তুলে ধরার ভাবনা হয়। তবে এর মধ্যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু……গান নিয়ে গরিষ্ঠ অংশের মতামত ছিল। যদিও সেই গানের বাঙালি শব্দ বদলের প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় এ নিয়ে সবাই সবার চূড়ান্ত মতামত দেবেন। অবশেষে বাংলার গান কী হবে, তা ঠিক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 8:30 AM IST