Suvendu Adhikari vs Abhishek Banerjee: ইডি-র এক দাবিতেই সূত্রপাত, ট্যুইট-যুদ্ধে শুভেন্দু-অভিষেক! ছবি-লেখায় তীব্র লড়াই
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Suvendu Adhikari vs Abhishek Banerjee: ট্যুইট আর রিট্যুইট করে তরজায় জড়ালেন শুভেন্দু-অভিষেক।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সূত্রে গত সোম থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতার একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। তার মধ্যে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র অফিস, তাঁর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাটও ছিল। বুধবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই বিজ্ঞপ্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। তা নিয়েই ট্যুইট, পাল্টা ট্যুইট যুদ্ধে জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা লেখেন, ‘আমি এক জনের স্মৃতিকে একটু তাজা করে দিতে চাই, যিনি বার বার বলেছেন, তদন্তকারী সংস্থা যদি তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারে তা হলে তিনি স্বেচ্ছায় ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যাবেন। বাংলার মানুষ তাঁর এই সমস্ত কথাকে ধর্তব্যের মধ্যে ধরেন না। আপনার ফাঁসির মঞ্চে যাওয়ার দরকার নেই। তার চেয়ে বরং তদন্তকারী সংস্থার অফিসে যান। আশা করি আপনার বিবেককে জাগ্রত করার জন্য এটুকুই যথেষ্ট।’
advertisement
advertisement
I would like to refresh someone’s memory, who keeps repeating that he would voluntarily walk to the gallows and hang himself if the agencies find any evidence of wrongdoing against him; the people of WB aren’t bothered about your shenanigans, no need to walk to the gallows, just… pic.twitter.com/km8uhbRG6G
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 23, 2023
advertisement
I hope this pic is SUFFICIENT to stir YOUR CONSCIENCE!
May I inquire as to when are you walking to the offices of the investigating agencies @dir_ed ? https://t.co/iI03CxNqg8 pic.twitter.com/wTr31VTgqb
— Abhishek Banerjee (@abhishekaitc) August 23, 2023
advertisement
আরও পড়ুন: ইসরোর চন্দ্রযান ৩-এর টার্গেট অবিশ্বাস্য, চাঁদে নেমে কী কী খুঁজবে বিক্রম ও প্রজ্ঞান?
নারদ স্টিং অপারেশনে শুভেন্দুর ছবি রিট্যুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক পাল্টা লেখেন, ‘আশা করি আপনার বিবেক জাগ্রত করার জন্য এই ছবিটি যথেষ্ট। আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি, আপনি কবে তদন্ত সংস্থার দফতরে যাবেন?’
advertisement
আরও পড়ুন: এতটা পথ পেরিয়ে চাঁদের বুকে ল্যান্ডার বিক্রম, এখন তার বিশ্রাম নেওয়ার পালা! কতক্ষণ, কেন? জানুন
অভিষেকের এই ট্যুইটকে রিট্যুইট করে শুভেন্দু লেখেন, ‘এ ব্যাপারে আপনি কেন আপনার কাকা ফিরহাদ হাকিম, দাদু সৌগত রায় আর পিসি কাকলি ঘোষ দস্তিদারকে জিজ্ঞাসা করছেন না?’ ফের শুভেন্দুর ট্যুইটকে, রিট্যুইট করে অভিষেক লেখেন, ‘নারদকাণ্ডের এফআইআরে যাঁদের নাম রয়েছে, তাঁদের সবার বিরুদ্ধে তদন্ত হোক।’ এভাবেই ট্যুইট আর রিট্যুইট করে তরজায় জড়ালেন শুভেন্দু-অভিষেক।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 8:44 PM IST