Chandrayaan 3 Vikram Lander: এতটা পথ পেরিয়ে চাঁদের বুকে ল্যান্ডার বিক্রম, এখন তার বিশ্রাম নেওয়ার পালা! কতক্ষণ, কেন? জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Chandrayaan 3 Vikram Lander: বিক্রমের গতিবিধির দিকে অনবরত নজর রাখা হয়েছে। সঠিক সময়েই বিক্রম অবতরণ করছে বলে দাবি ইসরোর।
কলকাতা: চার বছরের কঠোর পরিশ্রমের পর ৪১ দিনে ইতিহাস তৈরি করল ভারত। চন্দ্রযান ৩ পৌঁছে গেল চাঁদের দক্ষিণ মেরুতে। চাঁদের এই অঞ্চলে বিশ্বের প্রথম এবং চাঁদে পৌঁছনো চতুর্থ দেশ ভারত। বুধবার সন্ধে ৬টা ৩ মিনিটে প্রায় ৫৯ সেকেন্ড আগেই ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছুঁয়ে ফেলেছে।
ল্যান্ডার বিক্রম আগেই মূল মহাকাশযানের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ধীরে ধীরে উচ্চতা কমিয়ে বুধবার চাঁদের মাটিতে নামার পর এখন চার ঘণ্টা বিশ্রাম করবে ল্যান্ডার বিক্রম। চাঁদের মাটিতে নেমে চার ঘণ্টা বিশ্রাম নিয়ে ধীরে ধীরে হাঁটাচলা শুরু করবে প্রজ্ঞান। ছ’টি চাকায় ভর করে প্রতি সেকেন্ডে ১ সেন্টিমিটার পথ পাড়ি দেবে সে। সূর্য থেকে সৌরশক্তি সঞ্চয় করে কাজ শুরু করবে।
advertisement
#WATCH | ISRO chief S Somanath congratulates his team on the success of the Chandrayaan-3 mission pic.twitter.com/ZD672osVFf
— ANI (@ANI) August 23, 2023
advertisement
আরও পড়ুন: চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম ছুঁয়ে ফেলল চাঁদের জমি, ঐতিহাসিক কীর্তি ভারতের
চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম নামার পরেই, তার একটি অংশ স্বয়ংক্রিয় ভাবে খুলে যাবে। একটি ঢালু জিনিস নেমে আসবে চাঁদের মাটিতে। আর ওই ঢালু পথ বেয়েই চাঁদের বুকে নেমে আসবে রোভার প্রজ্ঞান। অবতরণের এই শেষ পর্যায়টিই সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চার বছর আগে ঠিক এখানে এসেই থেকে গিয়েছিল ভারতের চাঁদ ছোঁয়ার স্বপ্ন। ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২।
advertisement
আরও পড়ুন: বছরে দু’বার বোর্ডের পরীক্ষা, পাঠক্রমে হবে বিরাট বদল! শিক্ষামন্ত্রকের নয়া নির্দেশ
বিক্রমের গতিবিধির দিকে অনবরত নজর রাখা হয়েছে। সঠিক সময়েই বিক্রম অবতরণ করছে বলে দাবি ইসরোর। পুরনো ভুল সংশোধন করে এই চন্দ্রাভিযান নিয়ে বেশ আশাবাদী ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরোর বিজ্ঞানীদের দাবি, চাঁদের বুকে ‘আসল কাজ’ শুরু হবে এবার রোভার প্রজ্ঞানের। চাঁদ মামার কাছে পৌঁছল ভারতমাতার মহাকাশযান।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 6:56 PM IST