Board Exam 2023 Twice: বছরে দু'বার বোর্ডের পরীক্ষা, পাঠক্রমে হবে বিরাট বদল! শিক্ষামন্ত্রকের নয়া নির্দেশ

Last Updated:

Board Exam 2023 Twice: বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই পদ্ধতি কোচিং ও মুখস্থ করার প্রয়োজনীয়তা কমিয়ে দেবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: কেন্দ্রের শিক্ষানীতিতে বড় পরিবর্তন। বছরের দু’বার হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। পাঠক্রমে দু’টি ভাষা থাকতে হবে। তার মধ্যে একটি ভাষা অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। শিক্ষামন্ত্রক জানিয়েছে, এই নয়া শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠক্রমেরও বদল হবে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই পদ্ধতি কোচিং ও মুখস্থ করার প্রয়োজনীয়তা কমিয়ে দেবে। শিক্ষা মন্ত্রকের করা বড় পরিবর্তনের আওতায়, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এখন স্ট্রিম বেছে নেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি পেয়েছে। অর্থাৎ এখন শিক্ষার্থীদের পছন্দের বিষয় নির্বাচনের স্বাধীনতা থাকবে।
advertisement
আরও পড়ুন: আপনার হাঁচিতে দুর্গন্ধ হয়? সাবধান, শরীরে মারাত্মক রোগের বাসা হতে পারে!
বর্তমানে, সমস্ত বোর্ডের পাঠ্যক্রম অনুসারে, শিক্ষার্থীরা বিজ্ঞান, বাণিজ্য, কলা, ভোকেশনাল ইত্যাদি থেকে যে কোনও একটি স্ট্রিম বেছে নেয়। কস্তুরিরঙ্গন কমিটি তাদের রিপোর্ট এবং পাঠ্যক্রম কাঠামো সরকারের কাছে জমা দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বুধবার জাতীয় পাঠ্যক্রম কাঠামো নিয়ে একটি যৌথ এবং গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে, শিক্ষামন্ত্রক এটি শুধুমাত্র পরবর্তী পদক্ষেপের জন্য এনসিইআরটি-কে দিয়েছে।
advertisement
আরও পড়ুন: মিজোরামে ভেঙে পড়ল রেল সেতু, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত অন্তত ১৭
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে, ‘আমরা আশা করি যে এই দুটি কমিটিই ২১ শতকের চাহিদা অনুযায়ী এবং মূল ভারতীয় চিন্তাধারার ভিত্তিতে পাঠ্যক্রম তৈরি করবে।’ শিক্ষামন্ত্রী বলেন, তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ভবিষ্যৎ পাঠদান ও শেখার উপকরণ প্রস্তুত করতে বলা হয়েছে। বুধবার এ সংক্রান্ত প্রথম ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Board Exam 2023 Twice: বছরে দু'বার বোর্ডের পরীক্ষা, পাঠক্রমে হবে বিরাট বদল! শিক্ষামন্ত্রকের নয়া নির্দেশ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement