Mizoram Bridge Collapse: মিজোরামে ভেঙে পড়ল রেল সেতু, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত অন্তত ১৭
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mizoram Bridge Collapse: এ রাজ্যের মালদহের একাধিক শ্রমিক সেখানে কাজ করতে গিয়েছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সাইরাঙে। সাইরাং আইজল থেকে খুব কাছেই অবস্থিত। উল্লেখ্য, মিজোরামের রাজধানী আইজলকে রেলপথের সঙ্গে যুক্ত করতে বহুদিন ধরে কাজ চলছে। সেই প্রকল্পের অধীনেই ছিল এই সাইরাঙের রেল সেতু।
বুধবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ৩৫ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন, তখনই ভেঙে পড়ে নির্মাণাধীন ব্রিজটি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ-প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকার্য চালাচ্ছেন।
advertisement
Under construction railway over bridge at Sairang, near Aizawl collapsed today; atleast 17 workers died: Rescue under progress.
Deeply saddened and affected by this tragedy. I extend my deepest condolences to all the bereaved families and wishing a speedy recovery to the… pic.twitter.com/IbmjtHSPT7
— Zoramthanga (@ZoramthangaCM) August 23, 2023
advertisement
Shocked to learn about the tragic collapse today of an under-construction railway bridge in Mizoram, leading to loss of lives of several site workers, including some belonging to our Malda district. Have instructed my chief secretary to coordinate with Mizoram administration at…
— Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023
advertisement
আরও পড়ুন: রোজ যেমন খুশি, যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! বয়স অনুযায়ী কতটা হাঁটা জরুরি জানুন
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা শোক ট্যুইটে শোকপ্রকাশ করেছেন। সেই ট্যুইটেই তিনি নির্মীয়মাণ ব্রিজ ভেঙে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানান। তিনি জানিয়েছেন উদ্ধার অভিযান চলছে। এই উদ্ধারকার্য ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে পুলিশ-প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গভীর ভাবে শোকপ্রকাশ করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন: হাওড়া স্টেশনের কোন খাবার ভারত-বিখ্যাত জানেন? রইল দেশের আরও ৭ স্টেশনের জনপ্রিয় পদের খোঁজ
ব্রিকসের সম্মেলন থেকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের তরফে মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। ট্যুইটে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মালদহের একাধিক শ্রমিক সেখানে কাজ করতে গিয়েছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 2:00 PM IST