TRENDING:

Lokenath Brahmachari - Kachua Dham: বাবা লোকনাথের বাল্যবন্ধুর বাড়িও রয়েছে কচুয়াতে! ভক্তদের ভিড়! জানুন কীভাবে যাবেন

Last Updated:

Lokenath Brahmachari - Kachua Dham: কচুয়াতে শুধু বাবা লোকনাথের মন্দির নয় রয়েছে এই বিশেষ স্থানটিও! কীভাবে আসবেন এখানে? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: বেণীমাধব বন্দ্যোপাধ্যায়! নামটির সঙ্গে অনেকেই পরিচিত আবার অনেকেই হয়ত বা পরিচিত নন। তবে বাবা লোকনাথের নামের সঙ্গে পরিচয় নেই এমন ব্যক্তি কম আছেন। বাবা লোকনাথের কথা বলতে গেলে পাশাপাশি যে ব্যক্তিটির কথা বলতেই হয় তিনি হলেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। বাবা লোকনাথের বাল্যবন্ধু। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট এর কচুয়া ধামের মুল গেট থেকে বিপরীত দিকে কিছুটা গেলেই দেখতে পাওয়া যাবে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের সেই পুরাতন মাটির বাড়ি আজও ইতিহাসের সাক্ষী বহন করে। মাটির বাড়ির উপরে টিনের ছাউনি, বাড়ির সামনে সাইনবোর্ডে জ্বল জ্বল করছে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা।
advertisement

বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ছিলেন লোকনাথের সমবয়সী, মাত্র ১২ বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী এবং বেণীমাধব বন্দোপাধ্যায় ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে দীক্ষা লাভ করেন এবং দু’জনেই কালীঘাটের উদ্দেশ্যে রওনা হন। লোকনাথ ব্রহ্মচারী যখন যেখানেই গেছেন ছায়া সঙ্গীর মতো বেণীমাধব বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে থেকেছেন। বেণীমাধবের বাড়িটি সেভাবে সংস্কার করা হয়নি হয়ত, মন্দির কর্তৃপক্ষ প্রাচীনকালের বাড়ির রূপটিকে ধরে রাখতে চেয়েছেন। লোকনাথের মতো এত জনপ্রিয়তা হয়ত বেণীমাধব পাননি, তবে অনেকেই লোকনাথের মন্দিরে এলে এই বাড়িতে আজও দেখতে আসেন।

advertisement

আরও পড়ুন:  বাঁশের জিনিস বানিয়েই দিন কাটে মহিলার! পঞ্চায়েত সহ-সভাপতি তিনি! এত সাদা-মাটা জীবন! চমকে যাবেন

আরও পড়ুন: 

View More

বর্তমানকালে গ্রামের দিকেও আর সেভাবে কাঁচা বাড়ি দেখা যায় না কিন্তু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজও সেই মাটি দিয়ে তৈরি আছে, দেখলেই যেন একটা মাটির ছোঁয়া পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে চলে আসতে পারেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের এই মাটির বাড়িতে। কলকাতা থেকে ট্রেনে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে অটো কিংবা টোটোতে মাত্র ৫ মিনিটে পৌঁছে যাবেন বেণীমাধবের এই বাড়িতে। আর এই বাড়ির সামনে একটি লাল বেদি তৈরি করা আছে যা এদের স্মরণে করা হয়েছে। বাড়ির সামনে একটি বড় পুকুর আর সেই পুকুরের পাশে একটি বড় অশ্বথ গাছ। গাছের নিচে লোকনাথ ব্রহ্মচারী এবং বেণীমাধব একসঙ্গে খেলা করতেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lokenath Brahmachari - Kachua Dham: বাবা লোকনাথের বাল্যবন্ধুর বাড়িও রয়েছে কচুয়াতে! ভক্তদের ভিড়! জানুন কীভাবে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল