LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ
রবিবার সকাল থেকেই খড়গ্রাম বিধানসভা কেন্দ্র এলাকায় নির্বাচনী প্রচার করেন জঙ্গিপুরের তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান। খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সারেন। অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন লালগোলা বিধানসভা এলাকাতে নির্বাচনী প্রচার করেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে তিনি জোরকদমে প্রচার করেন। বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা একযোগে ময়দানে নামেন।
advertisement
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় আহতদের নিয়ে সেলিমের কাণ্ড দেখে হতবাক সকলে!
এদিকে সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলায় এবার লোকসভা ভোটে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার রোডশো করেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে। অন্যদিকে মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে সামশেরগঞ্জে রোড শো করে প্রচারে ঝড় তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তাঁকে দেখার জন্য রাস্তার দু’ধারে জনপ্লাবন তৈরি হয়।
কৌশিক অধিকারী