বহরমপুরের টানা পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তবে এবার তৃণমূল ইউসুফ পাঠানকে প্রার্থী করায় জোরদার টক্কর হবে এখানে। সম্পূর্ণ ভিন্নক্ষেত্রের মানুষ হলেও ইউসুফ পাঠান’ও গোড়া থেকেই কোমর বেঁধে এই লড়াইয়ে নেছেন। এর মধ্যেই দাদার হয়ে ভোট প্রচারে বহরমপুর ঘুরে গিয়েছেন একসময়ের ভারতীয় দলের তারকা ক্রিকেটার ইরফান পাঠান।
আরও পড়ুন: চিকিৎসক থেকে প্রার্থী, শর্মিলা সরকারকে নিয়ে প্রতিবেশীরা কী বলছেন?
advertisement
তবে প্রচারের মাঝেই ঘন ঘন আবেগপ্রবণ হয়ে পড়ছেন ইউসুফ। তিনি জানান, বহরমপুর লোকসভায় এবার তৃণমূল জিতবেই। সাধারণ মানুষ তাকে ভরসা করতে শুরু করেছে বলেও তিনি জানান। বহরমপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা তেই গত একমাস ধরে দিনরাত প্রচার করে বেড়িয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। গত এক মাস ধরে যে পড়াশোনা করেছেন তার ভিত্তিতে পরীক্ষা আগামী সোমবার, ১৩ মে। আর ফল প্রকাশ ৪ জুন।
কৌশিক অধিকারী