LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ
সোমবার সুজাতা মণ্ডলকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। কেউ কেউ পরিয়ে দিলেন গাঁদা ফুলের মালা। পরে মাইক্রোফোন হাতে সকলের আশীর্বাদ প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী। এদিন বিষ্ণুপুরের এক তৃণমূল কর্মীর বাড়িতে দুপুরের খাবার খান সুজাতা। এরপর দ্রুত বেরিয়ে পড়েন সভা স্থল ঘুরে দেখতে।
advertisement
আরও পড়ুন: ‘নির্দল’ কুড়মি অঙ্কে পুরুলিয়া উদ্ধারের স্বপ্ন তৃণমূলে
ইতিমধ্যেই রমরমিয়ে কাজ চলছে পাত্রসায়রে। মঙ্গলবার সুজাতা মণ্ডল এবং মুখ্যমন্ত্রীর জুটি দেখতে মুখিয়ে এখানকার জনতা। এই প্রসঙ্গে সুজাতা বলেন, আমাকে আপনারা চেনেন। আপনাদের আশীর্বাদ নিতে এসেছি। ভোট দিয়ে আমাকে জয়ী করুন যাতে আমি আপনাদের সব সমস্যার সমাধান করতে পারি।
উল্লেখ্য, বিষ্ণুপুরের বিদায়ী বিজেপি সাংসদ তথা এবারেরও প্রার্থী সৌমিত্র খাঁ’র প্রাক্তন ঘরণী সুজাতা মণ্ডল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় আদালতের নির্দেশে বিষ্ণুপুরে প্রচার করতে পারেননি সৌমিত্র। সেই সময় সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাঁর হয়ে প্রচার করে জিতিয়ে এনেছিলেন সুজাতা। ফলে বিষ্ণুপুরের মাটি তাঁর অতি পরিচিত। কিন্তু পাঁচ বছর আগে যে প্রতীকের হয়ে লড়েছিলেন এখন সেটা বদলে গিয়েছে। প্রতি বদলালেও ভোটের ময়দানে বিষ্ণুপুরে সুজাতা আবার বাজিমাত করতে পারবেন কিনা এখন সেটাই দেখার।
নীলাঞ্জন ব্যানার্জী