রাজ্যের শাসক দলের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা এদিন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতর সমর্থনে প্রচারে নামেন। পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই মিছিল শুরু হয়, শেষ হয় শহরের ট্যাক্সি স্ট্যান্ডে। বহু নেতা-কর্মী এইদিনের এই মিছিলে পা মেলান।
আরও পড়ুন: এই গ্রামের মানুষ অন্য কিচ্ছু চায় না, প্রার্থীদের কাছে শুধু একটাই দাবি
advertisement
এই বিষয়ে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত বলেন, রাজ্য সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। সরকারের নির্দেশ অনুসারে আমরাও সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের কর্মীরাও মানুষের হয়ে সব সময় কাজ করেন। তাই জনসংযোগে যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে। মানুষ রাজ্য সরকারের পাশে রয়েছে।
দু-বারের মন্ত্রী, ছয় বারের বিধায়ক শান্তিরাম মাহাত। ৬৯ বছর বয়সেও গোটা জেলায় দাপিয়ে বেড়াচ্ছেন। প্রচার, মিটিং, মিছিলে রীতিমত ঝড় তুলছেন। প্রথম দিন থেকে নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। নির্বাচনী প্রচার পর্বে সেই আত্মবিশ্বাসই ফুটে বের হচ্ছে।
শমিষ্ঠা ব্যানার্জি