দিলীপ ঘোষের পরিবর্তে মেদিনীপুরে এবার অগ্নিমিত্রা পলকে প্রার্থী করেছে বিজেপি। তাঁরই সমর্থনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পর এবার প্রচার করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সোমবার দুপুর কিছুটা গড়াতে তিনি আসেন দাঁতনের তুরকাতে। সেখানে অগ্নিমিত্রা পলের হয়ে প্রচার করেন। বক্তব্য রাখতে গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন শিবরাজ সিং চৌহান। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গীতা দিয়ে বরণ করে নেন বিজেপি কর্মীরা।
advertisement
আরও পড়ুন: আর পাঁচটা দিনের মত মাঠে কাজে গিয়ে বাড়ি ফেরা হল না যুবকের, বৃষ্টি আসতেই সব শেষ
বক্তব্য রাখতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মহিলাদের, মা-বোনেদের সম্মান রক্ষার আহ্বান জানান। বাংলায় সম্মোধন করে বক্তৃতা শুরু করেন হিন্দিভাষী শিবরাজ। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বাংলায় জানতে চান, তাঁরা কেমন আছেন? শুধু তাই নয় বাংলার ভুয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন তিনি বাংলায় এলে আনন্দে ভরে যান।
রঞ্জন চন্দ