Lightning Death: আর পাঁচটা দিনের মত মাঠে কাজে গিয়ে বাড়ি ফেরা হল না যুবকের, বৃষ্টি আসতেই সব শেষ

Last Updated:

Lightning Death: বাদাম চাষের মাঠে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টি নামে। ঝড় বৃষ্টি থেমে গেলেও দীর্ঘক্ষণ গৌতম বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বাদাম চাষের ক্ষেতে গিয়ে দেখতে পান

পূর্ব মেদিনীপুর: আর পাঁচটা দিনের মত মাঠে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না গৌতম জানার। দুপুরের ঘনিয়ে আসা কালো মেঘ অন্ধকারে ঢেকে দিল তাঁর গোটা পরিবারকে। এই যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।
সকালে রোদ ঝলমলে আকাশ দেখে চাষের ক্ষেতে রোজের মত কাজ করতে গিয়েছিল গৌতম। কিন্তু দুপুরের পর কালো মেঘ ঘনিয়ে আসে। সঙ্গে শুরু হয় ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বাড়ি ফেরার আগেই বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের খাড়গ্রাম পঞ্চায়েতের খড়ুই পশ্চিমসাই গ্রামে।
advertisement
advertisement
বর্তমানে বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত হচ্ছে। তাতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। নিজের বাদাম ক্ষেতে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে গৌতম জানারও মৃত্যু হল। বছর ৩৮-এর গৌতমবাবুর বাড়িতে স্ত্রী, মা-বাবা ও সন্তানেরা রয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাদাম চাষের মাঠে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টি নামে। ঝড় বৃষ্টি থেমে গেলেও দীর্ঘক্ষণ গৌতম বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বাদাম চাষের ক্ষেতে গিয়ে দেখতে পান, চাষের ক্ষেতের মধ্যেই লুটিয়ে পড়ে রয়েছে তিনি। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মিলে মাঠ থেকে গৌতমের ঝলসানো দেহ বাড়িতে নিয়ে আসেন। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় পটাশপুর হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lightning Death: আর পাঁচটা দিনের মত মাঠে কাজে গিয়ে বাড়ি ফেরা হল না যুবকের, বৃষ্টি আসতেই সব শেষ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement