Lok Sabha Election 2024: ব্যাপক উৎসাহ নতুন ভোটারদের, সোশ্যাল মিডিয়া ভরল প্রথমবার ভোট দানের ছবিতে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Lok Sabha Election 2024: সকাল থেকেই প্রথমবারের ভোটারদের ভিড় নজরে পড়েছে বিভিন্ন বুথে। এতদিন তারা ভোট সম্পর্কে শুনেছেন। কিন্তু এ বছর তারা প্রথমবার ভোট দিল
পশ্চিম বর্ধমান: সোমবার ছিল চতুর্থ দফার ভোটগ্রহণ। এদিন সকাল থেকেই ভোটারদের লাইন দেখা গিয়েছে আসানসোলের বিভিন্ন বুথে। ভোটদানের হারও বেশ ভাল বলে প্রশাসন সূত্রে খবর। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে আসানসোলে নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবেই হয়েছে। যদিও আসানসোল লোকসভার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে উত্তেজনা ছড়ায় তবে সবচেয়ে লক্ষণীয় ছিল নতুন ভোটারদের। তবে সবচেয়ে লক্ষ্যনীয় ছিল নতুন ভোটারদের প্রথমবারের ভোটদানের উৎসাহ।
এদিন সকাল থেকেই প্রথমবারের ভোটারদের ভিড় নজরে পড়েছে বিভিন্ন বুথে। এতদিন তারা ভোট সম্পর্কে শুনেছেন। কিন্তু এ বছর তারা প্রথমবার ভোট দিয়েছেন। ভোট দেওয়ার আগে কিছুটা ভয় ছিল, ভীতি ছিল, সেই সঙ্গে ছিল প্রবল কৌতুহল। তবে ভোটদান শেষে ব্যাপক উৎসাহ নিয়ে তারা বুথ থেকে বেরিয়ে এসেছে। নতুন ভোটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভোট কর্মী থেকে শুরু করে রাজনৈতিক দলের পোলিং এজেন্ট, এমনকি ভিন রাজ্য থেকে আসা নিরাপত্তারক্ষীরাও।
advertisement
advertisement
এই সহযোগিতার ফলে প্রথমবারের ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোট দিতে পেরেছেন। উল্লেখ্য, এবারে পশ্চিম বর্ধমান জেলায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে নতুন ভোটের সংখ্যা। আর সেই ভোটারদের মধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে অন্য ছবি ধরা পড়ল। ভোট দানের পর প্রথমবারের বহু ভোটারকে আঙুলে কালি লাগানো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায়।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 7:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ব্যাপক উৎসাহ নতুন ভোটারদের, সোশ্যাল মিডিয়া ভরল প্রথমবার ভোট দানের ছবিতে