লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসক বিরোধী সমস্ত দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে রাজনৈতিক প্রচার মাধ্যমে ময়দানে নেমে পড়েছে। আগামী ১ জুন এই লোকসভা কেন্দ্রের ভোট। তাই প্রার্থীরা ভোট প্রচারে অনেকটা সময় পাবে। কিন্তু সে সময় তারা ফেলে রাখতে চাই না। যাতে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা কোনায় কোনায় গিয়ে পৌঁছাতে পারে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিরা। সেজন্যে আগেভাগে প্রচার সেরে রাখছে।
advertisement
আরও পড়ুনIndian Railways: রেলের বিরাট চমক! বন্দে ভারত স্লিপারের সুখ পাবেন যাত্রীরা! ভাড়াও নাগালের মধ্যেই
এবার সাইকেল চালিয়ে প্রচার করতে দেখা গেল এই তৃণমূল প্রার্থীকে। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেয়। আর সেই টাকেই হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছেন তিনি। আর এই প্রচারে বেরিয়ে কেউ কাকে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। আর এদিন প্রচারে বেরিয়ে আমি তিন বছর রাজনীতিতেএলেও মানুষ যেভাবে আমাকে দেখতে পেয়েছে, ফুল টাইম পলিটিশিয়ান হলেও তার থেকেও কম দেখতে পেয়েছে সৃজনকে।
রাজপুর সোনারপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়ে সৃজনকে পাল্টা কটাক্ষ সায়নীর। তিনি আরওবলেন নিজের ঢাক নিজে না পেটানোই ভাল। সায়নী নাকি সৃজন কাকে মানুষ বেশি দেখেছে তা মানুষ নিজেরাই বিচার করবে বলে জানান সায়নী।
সুমন সাহা