Indian Railways: রেলের বিরাট চমক! বন্দে ভারত স্লিপারের সুখ পাবেন যাত্রীরা! ভাড়াও নাগালের মধ্যেই
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Vande Bharat Sleeper Train: উত্তর-পূর্ব রেলওয়ের উপদেষ্টা কমিটির সদস্য কৃষ্ণ গৌতম জানিয়েছেন যে স্লিপার বন্দে ভারত ট্রেনটিকে ট্র্যাকে চালোনারে জন্য রেলওয়ের তরফ থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বন্দে ভারত স্লিপার ট্রেন: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন৷ ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি বিপুল সাফল্য পেয়েছে৷ দুরন্ত গতি এবং আধুনিক সুবিধার জন্য যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এই ট্রেন৷ তবে চেয়ার কার হওয়ার কারণে দীর্ঘ যাত্রায় অসুবিধা ছিল৷ এই সমস্যাও এখন দূর হতে চলেছে৷ আসছে বন্দে ভারত স্লিপার কোচ ট্রেন।
advertisement
উত্তর-পূর্ব রেলওয়ের উপদেষ্টা কমিটির সদস্য কৃষ্ণ গৌতম জানিয়েছেন যে স্লিপার বন্দে ভারত ট্রেনটিকে ট্র্যাকে চালোনারে জন্য রেলওয়ের তরফ থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১০ থেকে ১২ এপ্রিল জয়পুরে অনুষ্ঠিতব্য ভারতীয় রেলওয়ে টাইম টেবিল কমিটির বৈঠকে স্লিপার বন্দে ভারত-এর সময়সূচী এবং যাত্রাপথ নিয়ে আলোচনা করা হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তথ্য অনুযায়ী প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে পারে উত্তরপ্রদেশ। স্লিপার বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তুতি চলছে আগ্রা ও গোরখপুরের মধ্যে। উত্তর-পূর্ব রেল এই ট্রেন নিয়ে একটি প্রস্তাব তৈরি করেছে। প্রাথমিকভাবে এই ট্রেনটি গোরখপুর থেকে আগর পর্যন্ত চলার সম্ভাবনা থাকলেও পরে এর রুট দিল্লি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
advertisement
এই ট্রেনের রুট, ভাড়া এবং সময় এখনও প্রকাশ করা হয়নি। সবধরনের মানুষ যাতে এই ট্রেনে ভ্রমণ করতে পারে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ট্রেনটির আসন ও বার্থে সামান্য পরিবর্তন করে যাত্রীদের জন্য আরামদায়ক করা হয়েছে। বন্দে ভারত ট্রেনে যেমন চমক ছিল, তেমনই এই স্লিপার ট্রেনেও সকলে চমকে যাবে বলেই মত বিশেষজ্ঞদের৷