পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪
অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবারেও তিনি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই হাইভোল্টেজ কেন্দ্রের মহিলা ভোটাররা ভোট নিয়ে কী বলছেন তা খোঁজ নিলাম আমরা। শহরের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরের মহিলাদের সঙ্গে কথা বলেছি আমরা। এবারের লোকসভা নির্বাচনে মহিলা ভোটাররা অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে বাংলায়।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড কাশতোড় জঙ্গলে, আতঙ্কে এলাকাবাসী
এই কেন্দ্রের অনেক মহিলা সারাবছর বাড়িতে থাকেন। তাঁরাই এবারের নির্বাচনে মূল ফ্যাক্টর। কী বলছে তাঁরা খোঁজ নিয়েছি আমরা। অধিকাংশ এলাকার মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুব খুশি। এই মাসিক ভাতা তাঁদের আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী করে তুলেছে বলে জানান। এই টাকাকে কাজে লাগিয়ে বাড়ির খুঁটিনাটি জিনিসপত্র কেনেন, ছেলেমেয়েদের টিউশনের টাকা দেন। ফলে সবাই খুশি। এই কেন্দ্রের মহিলা ভোটাররা জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার যে দিচ্ছে তাকেই ভোট দেবেন। এই টাকা পাওয়ার পর মহিলা ভোটাররা এখন ‘দিদি’র দলকেই ভোট দিতে চান। সেই সঙ্গে এই কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উপরেও খুশি তাঁরা।
নবাব মল্লিক