Forest Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড কাশতোড় জঙ্গলে, আতঙ্কে এলাকাবাসী
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Forest Fire: বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর - বাঁকুড়া রাস্তায় রঘুনাথপুর থানার অন্তর্গত কাশতোড়া জঙ্গলে ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনায় জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়
পুরুলিয়া: জঙ্গলমহলের বিভিন্ন জায়গার জঙ্গলগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে প্রায়শয়ই। যদিও জঙ্গল বাঁচাতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রয়েছে নজরদারির ব্যবস্থাও। কিন্তু তা সত্ত্বেও কোনও না কোনওভাবে জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। এই দিনও ঘটে গেল আরও এক অগ্নিকাণ্ডের ঘটনা। রঘুনাথপুর-বাঁকুড়া রাস্তার পাশে কাশতোড়া জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত , বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর – বাঁকুড়া রাস্তায় রঘুনাথপুর থানার অন্তর্গত কাশতোড়া জঙ্গলে ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনায় জেরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কাশতোড়া জঙ্গলে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জঙ্গলে। আগুনে পুড়ে বহু গাছ নষ্ট হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকল ও রঘুনাথপুর থানার পুলিশে ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
advertisement
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, এই জঙ্গলটি বিরাট আকারের হওয়ার কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। স্থানীয় মানুষদের বিষয়টি নজরে আসতেই খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন খুব দ্রুত গতিতে ছড়িয়ে যাওয়ার কারণে অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে।
advertisement
অগ্নিকান্ডের জেরে আশেপাশে এলাকার মানুষদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন এলাকার মানুষেরা। যদিও এই অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 8:21 PM IST