TRENDING:

Lok Sabha Election 2024: এই গ্রামের মানুষ অন্য কিচ্ছু চায় না, প্রার্থীদের কাছে শুধু একটাই দাবি

Last Updated:

Lok Sabha Election 2024: বীরভূম জেলার ময়ূরেশ্বর-২ ব্লক এলাকা মূলত কৃষি প্রধান বলে পরিচিত। এই এলাকায় বছরের সব সময়ই চাষবাস হয়ে থাকে। কিন্তু জল সেচের উন্নত পরিকাঠামো না থাকায় এখানে কৃষিকাজ ব্যাহত হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: আগামী ১৩ মে চতুর্থ দফার ভোটগ্রহণ। তার আগে শনিবার ছিল প্রচারের শেষ দিন। ফলে স্বাভাবিকভাবেই এদিন সবকটি রাজনৈতিক দলের ভোট প্রচার তুঙ্গে ওঠে। সময়সীমা শেষ হওয়ার আগে সব কটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যে প্রতিটি এলাকার মানুষকে ছুঁয়ে যাওয়ার মরিয়া প্রচেষ্টা লক্ষ্য করা যায়। কিন্তু যাদের জন্য এই নির্বাচন সেই আমজনতা কী চাইছে?
advertisement

গত পাঁচ বছরে কতটা উন্নয়ন হয়েছে তার খোঁজ নিতে আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নারায়ণঘাঁটি গ্রামে। উল্লেখ্য এইবার বোলপুর থেকে প্রতিদ্বন্দিতা করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে বিদায়ী সাংসদ অসিত কুমার মাল, বিজেপি প্রার্থী করেছে প্রিয়া সাহাকে। অপরদিকে সিপিএমের প্রার্থী প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান।

আর‌ও পড়ুন: ‘চৌধুরী’ গড়ের পতন ঘটাতে বদ্ধপরিকর পাঠান! ভোটের আগেই আবেগে ভাসছেন ইউসুফ

advertisement

নারায়ণঘাঁটি গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তাঁদের প্রধান দাবি কৃষিকাজে পর্যাপ্ত সেচের জলের সরবরাহ নিশ্চিত হয় যেন। বীরভূম জেলার ময়ূরেশ্বর-২ ব্লক এলাকা মূলত কৃষি প্রধান বলে পরিচিত। এই এলাকায় বছরের সব সময়ই চাষবাস হয়ে থাকে। কিন্তু জল সেচের উন্নত পরিকাঠামো না থাকায় এখানে কৃষিকাজ ব্যাহত হচ্ছে।

View More

কৃষি কাজে জল সেচের জন্য বাম আমলে পাকা নালা তৈরি করা হয়েছিল। কিন্তু তা আজ ভগ্নপ্রায়। এখনও বিভিন্ন চাষযোগ্য জমিগুলোতে পাকা নালার অভাবে ঠিকমত হচ্ছে না চাষ। তাই গ্রামবাসীরা সবার আগে চান তাঁদের জীবিকার বিষয়টি নিশ্চিত করতে। সেই কারণেই উন্নত জল সেচের পরিকাঠামো করে তোলার দাবি জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: এই গ্রামের মানুষ অন্য কিচ্ছু চায় না, প্রার্থীদের কাছে শুধু একটাই দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল