Lok Sabha Election 2024: 'চৌধুরী' গড়ের পতন ঘটাতে বদ্ধপরিকর পাঠান! ভোটের আগেই আবেগে ভাসছেন ইউসুফ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lok Sabha Election 2024: বহরমপুরের টানা পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তবে এবার তৃণমূল ইউসুফ পাঠানকে প্রার্থী করায় জোরদার টক্কর হবে এখানে
মুর্শিদাবাদ: বঙ্গ রাজনীতির একটি মিথের অবসান ঘটাতে সুদূর গুজরাট থেকে প্রার্থী হয়ে এখানে এসেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানের কাঁধে গুরু দায়িত্ব সঁপেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বহরমপুর মানেই অধীর চৌধুরী, এই মিথের অবসান ঘটাতে ইউসুফ জোড়া ফুল শিবিরের সবচেয়ে বড় বাজি। কিন্তু এই লক্ষ্যে ইউসুফ পাঠান সফল হবেন নাকি অধীর চৌধুরী তা জানা যাবে আগামী ৪ জুন। তবে তার আগে শনিবার ভোট প্রচারের শেষ লগ্নে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন ইউসুফ পাঠান।
বহরমপুরের টানা পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তবে এবার তৃণমূল ইউসুফ পাঠানকে প্রার্থী করায় জোরদার টক্কর হবে এখানে। সম্পূর্ণ ভিন্নক্ষেত্রের মানুষ হলেও ইউসুফ পাঠান’ও গোড়া থেকেই কোমর বেঁধে এই লড়াইয়ে নেছেন। এর মধ্যেই দাদার হয়ে ভোট প্রচারে বহরমপুর ঘুরে গিয়েছেন একসময়ের ভারতীয় দলের তারকা ক্রিকেটার ইরফান পাঠান।
advertisement
advertisement
তবে প্রচারের মাঝেই ঘন ঘন আবেগপ্রবণ হয়ে পড়ছেন ইউসুফ। তিনি জানান, বহরমপুর লোকসভায় এবার তৃণমূল জিতবেই। সাধারণ মানুষ তাকে ভরসা করতে শুরু করেছে বলেও তিনি জানান। বহরমপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা তেই গত একমাস ধরে দিনরাত প্রচার করে বেড়িয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। গত এক মাস ধরে যে পড়াশোনা করেছেন তার ভিত্তিতে পরীক্ষা আগামী সোমবার, ১৩ মে। আর ফল প্রকাশ ৪ জুন।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2024 5:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: 'চৌধুরী' গড়ের পতন ঘটাতে বদ্ধপরিকর পাঠান! ভোটের আগেই আবেগে ভাসছেন ইউসুফ