এই নির্বাচনে যারা রায়দান করবেন সেই জনতা জনার্দন কেমন আছে? তা জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুর লোকসভার অন্তর্গত ময়ূরেশ্বর জমিদারি গ্রামে। আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন প্রিয়া সাহা, তৃণমূলের প্রার্থী এখানকার বিদায়ী সাংসদ অসিতকুমার মাল এবং সিপিএম প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে।
আরও পড়ুন: গ্রামের ভরসাতেই টিকে হাতপাখা
advertisement
একসময় জমিদাররা এই গ্রামে বসবাস করতেন। তা থেকেই এমন নামকরণ। এই গ্রামের মধ্যেই অবস্থিত রয়েছে জমিদারদের তৈরি করে যাওয়া সর্বমঙ্গলা মন্দির। তবে কালের করাল গ্রাসে একদিকে যখন জমিদারদের আধিপত্য কমেছে, ঠিক তেমনই এই মন্দিরের অবস্থাও ভগ্নপ্রায়। জমিদার আমলের এই সর্বমঙ্গলা মন্দির আজ প্রায় ধ্বংসের পথে। এই অবস্থায় লোকসভা ভোটের আগে বীরভূমের এই গ্রামের বাসিন্দারা চাইছেন, যে প্রার্থীই জয়ী হোক না কেন অতি প্রাচীন এই সর্বমঙ্গলা মন্দির সংস্কারের দায়িত্ব যেন নেয়। এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে হাজার অজানা ইতিহাস। দুর্গাপুজোর পর দ্বাদশীর দিন এই মন্দিরে বড় পুজোর আয়োজন করা হয়। এলাকার বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে প্রায় কয়েক হাজার মানুষ এখানে ভোগ গ্রহণ করতে আসেন।
সৌভিক রায়