বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ শতাব্দী রায় এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। বীরভূম কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৪৩। ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় বাহিনী ছিল ১৩১ কোম্পানি, রাজ্য পুলিশ ছিল ৬১৭২ জন। স্পর্শকাতর বুথের সংখ্যা ৪০৭, ক্যামেরা এবং ওয়েব কাস্টিং হয়েছে ১৯৪৩ বুথে। মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৩৪ হাজার ১৪ জন। মোট প্রার্থী ১২ জন।
advertisement
আরও পড়ুন: ইভিএম ছিনতাইয়ের চেষ্টা বিজেপির এজেন্টের! হাতে নাতে গ্রেফতার
অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৩৯ হাজার ২৩৪ জন। মোট প্রার্থী ৮ জন। মোট বুথ সংখ্যা ১৯৩৯ টি, মোট কেন্দ্রীয় বাহিনী ৬৫ কোম্পানি। মোট স্পর্শকাতর বুথ ৬৪০ টি। ক্যামেরা এবং ওয়েব কাস্টিং প্রায় সমস্ত বুথে ব্যবস্থা করা হয়েছে। ভোট দাতাদের সুবিধার কথা চিন্তা করে বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনকে গড়ে তোলা হয়েছে পিঙ্ক মডেল বুথ হিসাবে। সেখানে শিশুদের মাতৃদুগ্ধ পানির জন্য বিশেষ বন্দোবস্ত রাখা ছিল। এর ফলের সদ্যজাত শিশুদের নিয়ে মায়েরা সহজেই বুথে ভোট দিতে আসতে পেরেছেন।
সৌভিক রায়