TRENDING:

Lok Sabha Election 2024: বীরভূমের বুথে শিশুর মাতৃদুগ্ধ পানের পৃথক ব্যবস্থা, ভোটে সাবালক হল প্রশাসন

Last Updated:

Lok Sabha Election 2024: ভোটদাতাদের সুবিধার কথা চিন্তা করে বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনকে গড়ে তোলা হয়েছে পিঙ্ক মডেল বুথ হিসাবে। সেখানে শিশুদের মাতৃদুগ্ধ পানের জন্য বিশেষ বন্দোবস্ত রাখা ছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় সোমবার ভোটগ্রহণ হল বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রেই। সূর্যের আলো ফুটতে না ফুটতেই লম্বা লাইন দেখা গেল বিভিন্ন ভোটকেন্দ্রে। বিকেল ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা তবে বেশ কিছু বুথে তারপরেও ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। তারই মধ্যে নজর কাড়ল বুথের মধ্যে শিশুকে মায়ের দুগ্ধ পানের জন্য পৃথক ব্যবস্থা।
advertisement

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ শতাব্দী রায় এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। বীরভূম কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৪৩। ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় বাহিনী ছিল ১৩১ কোম্পানি, রাজ্য পুলিশ ছিল ৬১৭২ জন। স্পর্শকাতর বুথের সংখ্যা ৪০৭, ক্যামেরা এবং ওয়েব কাস্টিং হয়েছে ১৯৪৩ বুথে। মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৩৪ হাজার ১৪ জন। মোট প্রার্থী ১২ জন।

advertisement

আরও পড়ুন: ইভিএম ছিনতাইয়ের চেষ্টা বিজেপির এজেন্টের! হাতে নাতে গ্রেফতার

অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৩৯ হাজার ২৩৪ জন। মোট প্রার্থী ৮ জন। মোট বুথ সংখ্যা ১৯৩৯ টি, মোট কেন্দ্রীয় বাহিনী ৬৫ কোম্পানি। মোট স্পর্শকাতর বুথ ৬৪০ টি। ক্যামেরা এবং ওয়েব কাস্টিং প্রায় সমস্ত বুথে ব্যবস্থা করা হয়েছে। ভোট দাতাদের সুবিধার কথা চিন্তা করে বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনকে গড়ে তোলা হয়েছে পিঙ্ক মডেল বুথ হিসাবে। সেখানে শিশুদের মাতৃদুগ্ধ পানির জন্য বিশেষ বন্দোবস্ত রাখা ছিল। এর ফলের সদ্যজাত শিশুদের নিয়ে মায়েরা সহজেই বুথে ভোট দিতে আসতে পেরেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: বীরভূমের বুথে শিশুর মাতৃদুগ্ধ পানের পৃথক ব্যবস্থা, ভোটে সাবালক হল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল