Lok Sabha Election 2024: ইভিএম ছিনতাইয়ের চেষ্টা বিজেপির এজেন্টের! হাতে নাতে গ্রেফতার
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Lok Sabha Election 2024: সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অরূপ কুমার মালিক নামে একজনকে আটক করেছে চন্ডিতলা থানার পুলিস
হুগলি: মকপোলিং চলার সময় ইভিএম-এর ব্যালট ইউনিট ছিনতাইয়ের চেষ্টা। গ্রেফতার যুবক। হুগলির জনাই ট্রেনিং স্কুল চত্বরের ঘটনা। বিষয়টি জানাজানি হতে ব্যাপক শোরগোল পড়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অরূপ কুমার মালিক নামে একজনকে আটক করেছে চন্ডিতলা থানার পুলিস। সূত্রের খবর, সোমবার চন্ডীতলার জনাই ট্রেনিং স্কুলে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত দুটি বিধানসভা, চন্ডীতলা ও জাঙ্গীপাড়ার ইভিএম কমিশনিং চলছিল।অভিযোগ মকপোল চলার সময় বিজেপির এজেন্ট অরুপ কুমার মালিক ইভিএমের ব্যালট ইউনিট চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেন। মেশিন গোনার সময় তা ধরা পরে। এরপর সিসিটিভি দেখে বিজেপি এজেন্টকে চিহ্নিত করে নির্বচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারীকরা। চন্ডীতলা থানার পুলিকে ডেকে ওই বিজেপি এজেন্টকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
এদিন কমিশনিং চলার সময় শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শংকর বোস জনাই স্কুলে যান। তিনি বলেন, কি হয়েছে খোঁজ নিয়ে বলতে পারব। আজ আমার প্রচার ছিল চন্ডীতলায় সেখানে প্রচার শেষ করে জনাই ট্রেনিং স্কুলে গিয়েছিলাম। কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী কমিশনিং দেখতে যেতে পারে তাই গেছি। তৃনমূলের স্থানীয় নেতা কৌশিক শীলের অভিযোগ বিজেপি নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে চায়। তাই ইভিএম ব্যালট চুরি করে। বিষয় দেখার পর নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে। বিজেপি প্রার্থী কবীর শংকর বোস যে ব্যালট চুরি করেছে তাকে ছাড়াতে এসেছিলেন। এর থেকে বড় লজ্জা আর কিছু নেই। বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে তাই এসব করছে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ইভিএম ছিনতাইয়ের চেষ্টা বিজেপির এজেন্টের! হাতে নাতে গ্রেফতার