সামনেই লোকসভা নির্বাচন। তার আগে নিজ প্রচেষ্টায় এবং ব্যবসার লভ্যাংশ থেকে যা করেছেন এই মুদি ব্যবসায়ী জানলে চমকে যাবেন। ভোটের আগে সচেতনতামূলক নানা কবিতা লিখে বিভিন্ন জায়গায় এবং ভোট কেন্দ্রে চিটিয়ে দিয়ে আসেন মুদি ব্যবসায়ী প্রশান্ত কুমার চন্দ। পশ্চিম মেদিনীপুরে দাঁতন থানার মোগলমারি এলাকার বাসিন্দা তিনি। দোকান সামলে এবং দোকানের লভ্যাংশ থেকে তিনি প্রায় ১৬ বছর ধরে নানান সচেতনতামূলক কাজ করে আসছেন। নির্বাচনের পাশাপাশি পুজো, সামাজিক অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় তাঁর লেখা বিভিন্ন কবিতার পোস্টার লাগিয়ে দেন।
advertisement
আরও পড়ুন: এর থেকে রাস্তা না সারানোই ভাল ছিল!
প্রশান্তবাবুর একটি কবিতা হল- “প্রার্থনা করি হে ভগবান / ভোটে যেন না যায় প্রাণ।”
স্বাভাবিকভাবেই হিংসাত্মক ভোট উৎসব নয়, সকলে মিলে যেন ভোট দিতে পারে তার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি পরিবেশ সচেতনতা নিয়েও তিনি নানান সময়ে লিখেছেন কবিতা।
রঞ্জন চন্দ