Bad Road: এর থেকে রাস্তা না সারানোই ভাল ছিল!

Last Updated:

Bad Road: মথুরাপুর লোকসভার কাশীনগর পঞ্চায়েতের অর্জুনতলা গ্রামের বাসিন্দারা যোগাযোগের জন্য একমাত্র এই রাস্তাটির উপরই নির্ভর করেন। খারাপ রাস্তার জন্য মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে

+
এই

এই রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছিল ইট

দক্ষিণ ২৪ পরগনা: নতুন রাস্তা হবে বলে তোলা হয়েছিল ইট। গ্রামবাসীরাও তখন আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু চারমাস পর আজও রাস্তা তৈরির নামগন্ধ নেই। এদিকে নতুন রাস্তা তৈরির কথা বলে রাস্তা থেকে ইট তুলে নেওয়ায় অসুবিধায় পড়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামলাতে গ্রামবাসীদের চাপের মুখে কিছু যায়গায় ইট গুড়ো করে ছড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাস্তা সারানোর নামে তৈরি হওয়া গেড়োয় ভুগছেন মথুরাপুরের অর্জুনতলা এলাকার মানুষ।
মথুরাপুর লোকসভার কাশীনগর পঞ্চায়েতের অর্জুনতলা গ্রামের বাসিন্দারা যোগাযোগের জন্য একমাত্র এই রাস্তাটির উপরই নির্ভর করেন। খারাপ রাস্তার জন্য মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে এই রাস্তায়। কিন্তু কেন এই রাস্তা সরানো হচ্ছে না তার উত্তর কারোর কাছে নেই।
advertisement
advertisement
সামনেই লোকসভা ভোট। এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হবে ভোটগ্রহণ কেন্দ্র। সেজন্য ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেছেন অফিসাররা। তার আগে গ্রামের রাস্তা সারাই হয় কিনা সেটাই এখন দেখার।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bad Road: এর থেকে রাস্তা না সারানোই ভাল ছিল!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement