Bad Road: এর থেকে রাস্তা না সারানোই ভাল ছিল!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bad Road: মথুরাপুর লোকসভার কাশীনগর পঞ্চায়েতের অর্জুনতলা গ্রামের বাসিন্দারা যোগাযোগের জন্য একমাত্র এই রাস্তাটির উপরই নির্ভর করেন। খারাপ রাস্তার জন্য মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে
দক্ষিণ ২৪ পরগনা: নতুন রাস্তা হবে বলে তোলা হয়েছিল ইট। গ্রামবাসীরাও তখন আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু চারমাস পর আজও রাস্তা তৈরির নামগন্ধ নেই। এদিকে নতুন রাস্তা তৈরির কথা বলে রাস্তা থেকে ইট তুলে নেওয়ায় অসুবিধায় পড়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামলাতে গ্রামবাসীদের চাপের মুখে কিছু যায়গায় ইট গুড়ো করে ছড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাস্তা সারানোর নামে তৈরি হওয়া গেড়োয় ভুগছেন মথুরাপুরের অর্জুনতলা এলাকার মানুষ।
মথুরাপুর লোকসভার কাশীনগর পঞ্চায়েতের অর্জুনতলা গ্রামের বাসিন্দারা যোগাযোগের জন্য একমাত্র এই রাস্তাটির উপরই নির্ভর করেন। খারাপ রাস্তার জন্য মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে এই রাস্তায়। কিন্তু কেন এই রাস্তা সরানো হচ্ছে না তার উত্তর কারোর কাছে নেই।
advertisement
advertisement
সামনেই লোকসভা ভোট। এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হবে ভোটগ্রহণ কেন্দ্র। সেজন্য ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেছেন অফিসাররা। তার আগে গ্রামের রাস্তা সারাই হয় কিনা সেটাই এখন দেখার।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 1:24 PM IST