এদিন পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতর মনোনয়নে পেশে হাজির থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, তাঁর সঙ্গে দিলীপ ঘোষের কোনও সমস্যাই নেই। বরাবরই তাঁদের মধ্যে সুসম্পর্ক আছে। তিনি দিলীপ ঘোষকে দেখেই রাজনীতির ময়দানে এসেছেন।
আরও পড়ুন: খাঁ খাঁ করছে সবুজের দোকান, উপচে পড়া ভিড় এই বিক্রয় কেন্দ্রে! কেন জানেন?
advertisement
তীব্র দাবদাহে যখন জ্বলছে গোটা বঙ্গ। একটু স্বস্তি পেতে অনেকেরই খাবারের মেনুতে প্রায় দিনই থাকছে পান্তা ভাত। আর সেই তালিকা থেকে ব্যতিক্রম হলেন না রাজনৈতিক শীর্ষ নেতারাও। আর এই দৃশ্যকেই রীতিমত পান্তা ভাতে মিলনের আখ্যা দিচ্ছে রাজনৈতিক মহল। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই সমস্ত কিছুকে নিছকই জল্পনা বলে উড়িয়ে দিচ্ছেন। এই দিন সুকান্ত মজুমদারকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন পুরুলিয়ার বিজেপির নেতাকর্মীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি