Heat Wave: খাঁ খাঁ করছে সবুজের দোকান, উপচে পড়া ভিড় এই বিক্রয় কেন্দ্রে! কেন জানেন?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Heat Wave: দক্ষিণবঙ্গের মত না হলেও উত্তরবঙ্গেও এখন যথেষ্ট গরম। জলপাইগুড়িতে এখন বেলা বাড়তেই তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৩৫-৩৯ ডিগ্রি সেলসিয়াসে। মধ্য দুপুরে তাপমাত্রা যখন চরমে তখন জলপাইগুড়ির রাজপথ রীতিমত জনশূন্য হয়ে পড়ছে
জলপাইগুড়ি: দিনের পর দিন বাড়ছে তাপের দাপট। গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। এই গরম থেকে বাঁচতে সোশ্যাল মিডিয়া জুড়ে চোখে পড়ছে নানান কর্মকাণ্ড। অনেকেই রাত হলেই ছাদ জুড়ে ঠান্ডা জল ঢালছেন। এই মজাদার কীর্তিগুলি বাদ দিয়ে বাইরে গেলেই চোখে পড়ে বাস্তবের করুণ দৃশ্য। বিক্রি নেই চারা গাছের। বরং ইলেকট্রিক্যাল সামগ্রিক বিক্রির দোকানে এসি কেনার জন্য মানুষের উপচে পড়া ভিড়।
দক্ষিণবঙ্গের মত না হলেও উত্তরবঙ্গেও এখন যথেষ্ট গরম। জলপাইগুড়িতে এখন বেলা বাড়তেই তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৩৫-৩৯ ডিগ্রি সেলসিয়াসে। মধ্য দুপুরে তাপমাত্রা যখন চরমে তখন জলপাইগুড়ির রাজপথ রীতিমত জনশূন্য হয়ে পড়ছে। উত্তরের বন জঙ্গল, ঝরনা, নদী, পাহাড় পরিবেশিত শান্ত ও শীতল এই শহরের তাপমাত্রাও যে এতটা বেড়ে যাবে তা কেউ কয়েক বছর আগেও কল্পনা করতে পারেননি। গত চার দশকের মধ্যে এই প্রথম তাপমাত্রা এতটা ঊর্ধ্বমুখী এই শহরে। কিন্তু আবহাওয়ার এমন আকাশ-পাতাল তফাতেও যেন হুঁশ ফিরছে না আমজনতার।
advertisement
advertisement
দেখা যাচ্ছে ইলেকট্রনিক দোকানের পাশেই খাঁ খাঁ করছে চারা গাছ বিক্রির দোকানগুলো। সরকারি নার্সারিতে লক্ষাধিক টাকার চারা গাছ পড়ে রয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বেশি বেশি করে গাছ লাগালে তবেই একমাত্র জলবায়ুর হাল ফিরতে পারে। কিন্তু চট জলদি নিস্তার পাওয়ার আশায় সকলে এখন এসি, কুলার ইত্যাদি কেনার দিকে ঝুঁকে পড়েছেন। এর পরিণতি আগামী দিনে ভয়াবহ হতে পারে বলে পরিবেশপ্রেমীদের আশঙ্কা।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2024 6:21 PM IST