TRENDING:

Lok Sabha Election 2024: দক্ষিণে পাখির চোখ মথুরাপুর, প্রচার কৌশলে বিরাট বদল বিজেপির

Last Updated:

Lok Sabha Election 2024: মথুরাপুর লোকসভাকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের বিবেচনায় সুন্দরবন লাগোয়া এই লোকসভা আসনটি এবার অত্যন্ত 'পজেটিভ'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তাদের আঁতুড় ঘর বলে বিবেচনা করা হয় দক্ষিণ ২৪ পরগনা জেলাকে। সেই জেলাতেই এবার সিঁধ কাটার বড়সড় পরিকল্পনা করে ফেলেছে বিজেপি। মথুরাপুর লোকসভাকে পাখির চোখ করে এগোচ্ছে তারা। গেরুয়া শিবিরের বিবেচনায় সুন্দরবন লাগোয়া এই লোকসভা আসনটি এবার অত্যন্ত ‘পজেটিভ’।
advertisement

অষ্টাদশ লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফায় অর্থাৎ ১ জুন মথুরাপুরে ভোটগ্রহণ হবে। ফলে এখানে ভোট প্রচারে সব পক্ষ‌ই অনেকটা বেশি সময় পাচ্ছে। এতদিন পর্যন্ত এই কেন্দ্রে ছোট ছোট পথসভার মাধ্যমে ভোট প্রচার করছিল বিজেপি। এবার তারা মথুরাপুরের মানুষকে বার্তা দিতে বড় জনসভার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত।

advertisement

আর‌ও পড়ুন: ‘গনি’ মিথ আজ‌ও অটুট? মালদহ দক্ষিণে গঙ্গা ভাঙন ইস্যুর সঙ্গেই চলছে এই প্রশ্নের উত্তর খোঁজা

এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাঁকে পদযাত্রা অথবা ছোট জনসভায় দেখা যাচ্ছিল। পদযাত্রায় থাকছিল ঢোল, করতাল সহ অন্যান্য বাদ্যযন্ত্র। তবে এবার লোকসভা নির্বাচনের দিন সামনে এসে যাওয়ায় প্রচারের গতি বাড়াতে চাইছেন তিনি। জানিয়েছেন আগামী ৬ এপ্রিল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ক্রমান্বয়ে আসবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্বরা। যতদিন না ভোট হয় ততদিন পর্যন্ত প্রচারের গতি বাড়িয়ে যেতে চান তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: দক্ষিণে পাখির চোখ মথুরাপুর, প্রচার কৌশলে বিরাট বদল বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল