চমক দিয়ে এবার বিজেপি বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে সন্দেশখালির অন্যতম অভিযোগকারী তথা আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে। সন্দেশখালি মূলত সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলের নদীবেষ্ঠিত দ্বীপ এলাকা। এখানে জল-জঙ্গলে, নদীপথে প্রবল সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয় সাধারণ মানুষকে। সেই সন্দেশখালির রেখার হাত ধরে প্রথমবারের জন্য বসিরহাট লোকসভা দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির।
advertisement
আরও পড়ুন: সানাই শুনিয়ে জঙ্গিপুরে বাজিমাত করবে বিজেপি?
বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করার পর থেকেই লাগাতার প্রচার করে চলেছেন রেখা পাত্র। তবে শুধুমাত্র নৌকার হাল ধরলেনই নয়, নৌকার হাল ছেড়ে দ্বীপ এলাকার সাধারণ মানুষ যাতে সহজে সড়কপথে বসিরহাট শহরে যোগাযোগ করতে পারে তার জন্য সেতু তৈরির দাবি তুলেছেন এদিন। জানিয়েছেন প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তিনি সন্দেশখালির মানুষের সুবিধার জন্য সেতু তৈরির দাবিতে সোচ্চার হবেন, প্রকল্পের টাকা দিল্লি থেকে আদায় করে আনবেন।
জুলফিকার মোল্যা