মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদারের সমর্থনে সভা ছিল। সেই সভা সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তৃণমূল কর্মীর সমর্থকরা। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন তৃণমূল প্রার্থী বাপী হালদার। সূত্রের খবর, রায়দিঘির মান্নার চকের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ইঞ্জিনভ্যানটির সামনে একটি বাইক চলে এসেছিল। তাকে বাঁচানোর জন্য ইঞ্জিনভ্যানের চালক সজোরে ব্রেক কষেন। তাতেই ইঞ্জিনভ্যানটি উল্টে যায়।
advertisement
আরও পড়ুন: বাঘের আক্রমণে নয়, নদীতে মাছ ধরতে গিয়ে অন্য কারণে সুন্দরবনের মৎস্যজীবীর মৃত্যু
ওই ইঞ্জিনভ্যানের পিছনে পিছনে আসা আরও একটি ভ্যান’ও এরফলে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর আশেপাশে থাকা তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান। আহতরা সকলেই দিঘিরপাড়ের বকুলতলা গ্রামের বাসিন্দা। আহত ২০ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ডায়মন্ডহারবার মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান বিধায়ক অলক জলদাতা। গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপী হালদার। এই ঘটনার পর বৃহস্পতিবার বাপী হালদার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
নবাব মল্লিক






