১ লক্ষ ৬০ হাজার ৫৭২ ভোটের ব্যাবধানে শর্মিলা সরকার তার নিকটতম বিজেপি প্রার্থী অসীম সরকারকে পরাজিত করেছেন।
ভোট গণনা শেষে দেখা যায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকার ভোট পেয়েছেন ৫ লক্ষ ৫৯ হাজার ৭৩০ টি। অপর দিকে ৭ লক্ষ ২০ হাজার ৩০২ টি ভোট পান তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকার। অর্থাৎ, ১ লক্ষ ৬০ হাজার ৫৭২ ভোটে জয়ী হন তৃণমূলের এই চিকিৎসক প্রার্থী। জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে শর্মিলা সরকার বলেন, আমি এসেছি মানুষের পাশে থাকব বলে। তিনি সব সময় এলাকার মানুষের প্রয়োজনে উপস্থিত থাকবেন বলে জানান। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যা দরকার হবে তাতেও যথাসাধ্য সাহায্য করবেন বলে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: গণনার দিন বিরল দৃশ্য! আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তিন প্রার্থীর কাণ্ড চমকে দেবে
২০২৪ লোকসভা নির্বাচনে মোট সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছিল গোটা রাজ্যে। যার মধ্যে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন হয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা ১৪ লক্ষ ৮৪ হাজার ৬১৩ টি। নোটা এবং বাতিল ধরে যে সংখ্যাটা হচ্ছে ১৪ লক্ষ ৯৮ হাজার ৯৩৮।
বনোয়ারীলাল চৌধুরী