LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ
আরও পড়ুনঃ কীর্তি আজাদের সমর্থণে রোড শো মমতার, চাঙ্গা সমর্থকরা, মুখ্যমন্ত্রীকে দেখতে জনতার ঢল
তৃণমূল কংগ্রেসের দাবি সাধারণ মানুষ প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থন জানাতে এই সমাবেশে যোগদান করেন। মিছিলে দলের কর্মীদের মধ্যে থেকে কেউ এগিয়ে এসেছেন পার্থ বাবুকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানাতে আবার কেউ এগিয়ে এসেছেন সেলফি তুলতে। তিনি সকলকে আশ্বাস দেন যে তিনি ভোটে জিতলে শান্তি বিরাজ করবে ভাটপাড়ায়। কোনরকম কোনও অরাজকতা যেন না হয় সেই দিকে তিনি পূর্ণ মাত্রায় খেয়াল রাখবেন। এইভাবেই ভাটপাড়াবাসীকে পার্থবাবু দিলেন শান্তির বাতাবরণ। অস্বস্তিকর পরিবেশে ফের যেন স্বস্তি ফিরে আসে এটা তাঁর অন্যতম প্রতিজ্ঞা। এই সড়ক সমাবেশে প্রার্থী পার্থ ভৌমিক বিপুল পরিমাণে সাড়া পেয়েছেন বলে দাবি ব্যারাকপুর সাংগঠনিক জেলার। এই তীব্র গরমে সকালে প্রচারে নেমে এই রকম ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে, তৃণমূল কংগ্রেস আশাবাদী যে তাঁদের প্রার্থী পার্থ ভৌমিক আসন্ন লোকসভা ভোটে জয়লাভ করবে।
advertisement
ভাটপাড়া অর্জুনগড় বলে পরিচিত৷ এমনকী ২০২১ সালের বিধানসভা ভোটে ব্যারাকপুর লোকসভার মধ্যে থাকা এই আসনে জয়লাভ করে বিজেপি৷ আবার গত লোকসভা ভোটের পরে এই এলাকা বারবার রাজনৈতিক অশান্তিতে নাম জড়িয়েছে৷ বিভিন্ন সময় নানা রাজনৈতিক চাপানউত্তর ঘটেছে৷ এমনকী অর্জুন সিং পদ্মশিবির ছেড়ে যখন জোড়াফুল শিবিরে নাম লিখিয়েছিলেন তখনও একই অবস্থা বজায় ছিল। এবার লোকসভায় সম্মুখ সমরে অর্জুন আর পার্থ। ভাটপাড়া কার দখলে থাকে সেটাই দেখার এবার।