TRENDING:

Lok Sabha Election 2024: অর্জুনগড়ে রাজনৈতিক সমাবেশে হাজির তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক 

Last Updated:

Lok Sabha Election 2024: তীব্র গরম উপেক্ষা করে সড়ক সমাবেশ সারলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। জগদ্দলের পরে এবার ভাটপাড়ায় ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচার সারলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাটপাড়াঃ তীব্র গরম উপেক্ষা করে সড়ক সমাবেশ সারলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। জগদ্দলের পরে এবার ভাটপাড়ায় ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচার সারলেন। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৬ এবং ২৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক-সহ এলাকার  নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক সড়ক সমাবেশের আয়োজন করা হয়।  তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা ফুলের মালা এবং চন্দনের ফোঁটা দিয়ে পার্থ বরণ করে নেন। এরপর এই সড়ক সমাবেশের সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে।
পার্থ ভৌমিক
পার্থ ভৌমিক
advertisement

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

আরও পড়ুনঃ কীর্তি আজাদের সমর্থণে রোড শো মমতার, চাঙ্গা সমর্থকরা, মুখ্যমন্ত্রীকে দেখতে জনতার ঢল

তৃণমূল কংগ্রেসের দাবি সাধারণ মানুষ প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থন জানাতে এই সমাবেশে যোগদান করেন। মিছিলে দলের কর্মীদের মধ্যে থেকে কেউ এগিয়ে এসেছেন পার্থ বাবুকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানাতে আবার কেউ এগিয়ে এসেছেন সেলফি তুলতে। তিনি সকলকে আশ্বাস দেন যে তিনি ভোটে জিতলে শান্তি বিরাজ করবে ভাটপাড়ায়। কোনরকম কোনও অরাজকতা যেন না হয় সেই দিকে তিনি পূর্ণ মাত্রায় খেয়াল রাখবেন। এইভাবেই ভাটপাড়াবাসীকে পার্থবাবু দিলেন শান্তির বাতাবরণ। অস্বস্তিকর পরিবেশে ফের যেন স্বস্তি ফিরে আসে এটা তাঁর অন্যতম প্রতিজ্ঞা। এই সড়ক সমাবেশে প্রার্থী পার্থ ভৌমিক বিপুল পরিমাণে সাড়া পেয়েছেন বলে দাবি ব্যারাকপুর সাংগঠনিক জেলার। এই তীব্র গরমে সকালে প্রচারে নেমে এই রকম ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে, তৃণমূল কংগ্রেস আশাবাদী যে তাঁদের প্রার্থী পার্থ ভৌমিক আসন্ন লোকসভা ভোটে জয়লাভ করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভাটপাড়া অর্জুনগড় বলে পরিচিত৷ এমনকী ২০২১ সালের বিধানসভা ভোটে ব্যারাকপুর লোকসভার মধ্যে থাকা এই আসনে জয়লাভ করে বিজেপি৷ আবার গত লোকসভা ভোটের পরে এই এলাকা বারবার রাজনৈতিক অশান্তিতে নাম জড়িয়েছে৷ বিভিন্ন সময় নানা রাজনৈতিক চাপানউত্তর ঘটেছে৷ এমনকী অর্জুন সিং পদ্মশিবির ছেড়ে যখন জোড়াফুল শিবিরে নাম লিখিয়েছিলেন তখনও একই অবস্থা বজায় ছিল। এবার লোকসভায় সম্মুখ সমরে অর্জুন আর পার্থ। ভাটপাড়া কার দখলে থাকে সেটাই দেখার এবার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: অর্জুনগড়ে রাজনৈতিক সমাবেশে হাজির তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল