পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ
আরও পড়ুনঃ মাত্র ৪ মাসই মেলে বাজারে! ছোট এই ফল স্বাদে অসাধারণ, গুণেও টইটম্বুর! গরমে চুটিয়ে খান
নদীয়ার দুই কেন্দ্রের তৃণমূলের দুই প্রার্থী মুকুটমনি অধিকারী ও মহুয়া মৈত্রকে মানুষ বিপুলভাবে সমর্থন করেছে, এই দুই প্রার্থীর জয় নিশ্চিত, এখন শুধু সময়ের অপেক্ষা। সেই কারণেই অগ্রিম জয়ের শুভেচ্ছা জানাতে মানুষকে সবুজ অভিনন্দন এর মধ্যে দিয়ে সবুজ মিষ্টি বিতরণ করা হচ্ছে।
advertisement
উল্লেখ্য, গত ১৩ মে নদীয়া জেলার দুটি লোকসভা কৃষ্ণনগর ও রানাঘাট কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা জুড়ে দুই একটি জায়গায় বিক্ষিপ্ত কিছু উত্তেজনার খবর এলেও সেই অর্থে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। রানাঘাটের দুটি লোকসভা কেন্দ্রেই তৃণমূল ও বিজেপি উভয় দলের জন্যেই ছিল প্রেস্টিজ পাইট।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রাজবাড়ির রানীমা অমৃতা রায়ের মধ্যে, এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রানাঘাটের প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার এবং তৃণমূল এ বছর প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে বিজেপির বিধায়ক ও সদ্য তৃণমূলে আসা মুকুটমণি অধিকারীকে। ভোটের ফল ঘোষণার হওয়ার আগেই জয়ের আগাম আত্মবিশ্বাসের কারণেই সবুজ মিষ্টি বিতরণ করে খাওয়াচ্ছেন সাধারণ মানুষকে।
Mainak Debnath