TRENDING:

Lok Sabha Election 2024: ভোটের আগে রেল-বিমান নিয়ে একগুচ্ছ দাবি এই জেলার ব্যবসায়ীদের

Last Updated:

Lok Sabha Election 2024: ভাড়ার গাড়িতে কলকাতা কিংবা বিভিন্ন জায়গা থেকে মালপত্র আনতে গেলে গ্যাঁটের কড়ি বেশি খরচ করতে হয়। সেক্ষেত্রে রেলওয়ে মারফত যদি তা আমদানি করা যায় তবে আর্থিকভাবে অনেকটাই সুবিধা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: জেলার বিভিন্ন প্রান্তে রয়েছেন ব্যবসায়ীরা। গ্রাম হোক কিংবা শহর, সর্বত্রই বিভিন্ন পসরা নিয়ে জিনিসপত্র বিক্রি করেন ব্যবসায়ীরা। কেউ কাপড়, কেউ স্টেশনারি, আবার কেউ নানান মশলা ও অন্যান্য জিনিস নিয়ে বিক্রি করেন। কৃষক, কুমোর, কামারদের মত একাধিক দাবি রয়েছে ব্যবসায়ীদের‌ও। বিভিন্ন সময় তাঁদের এই দাবি-দাওয়া সংশ্লিষ্ট দফতর বা আধিকারিকদের কাছে পেশ‌ও করেন। কিন্তু তাতে লাভ হয় যত সামান্য। স্বাভাবিকভাবে ভোটের আগে একাধিক দাবি জোরালো হচ্ছে জেলার ব্যবসায়ীদের মধ্যে।
advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় শহরকেন্দ্রিক ব্যবসায়ীদের কলকাতা কিংবা অন্য রাজ্য থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্রের লেনদেন করতে হয়। আবার গ্রামীণ ব্যবসায়ীদের ভরসা করতে হয় শহরের উপর। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের দাবি, গ্রামীণ এলাকায় রাস্তাঘাট উন্নত করা হোক। প্রান্তিক গ্রামীণ এলাকায় ছোট-মাঝারি ব্যবসায়ীদের সরকারিভাবে লোনের ব্যবস্থা করা হলে তাঁদের ব্যবসা তাঁরা নিজেদের মত স্বাচ্ছন্দে সাজিয়ে তুলতে পারবেন। নির্বাচনের আগে তাঁদের দাবি, বিভিন্ন ভাড়ার গাড়িতে কলকাতা কিংবা বিভিন্ন জায়গা থেকে মালপত্র আনতে গেলে গ্যাঁটের কড়ি বেশি খরচ করতে হয়। সেক্ষেত্রে রেলওয়ে মারফত যদি তা আমদানি করা যায় তবে সুবিধা হয়।

advertisement

আরও পড়ুন: নম্বর-বিহীন টোটোর দৌরাত্ম্যে নাজেহাল শিলিগুড়ি, যানজট বেড়েই চলেছে

প্রসঙ্গত, আগে বেলদা স্টেশন থেকে রেলওয়ে বুকিং করা যেত। কিন্তু বর্তমানে তা না হওয়ায় সমস্যায় পড়েছেন বেলদা, নারায়ণগড়, কেশিয়াড়ি, দাঁতন, জলেশ্বর, পূর্ব মেদিনীপুরের এগরা সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। এছাড়াও লোকসভা নির্বাচনের আগে ব্যবসায়ীদের দাবি দ্রুত সালুয়া কিংবা কলাইকুন্ডা এয়ারবেস থেকে বাণিজ্যিক এবং যাত্রীবাহী বিমান চালু করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের আগে রেল-বিমান নিয়ে একগুচ্ছ দাবি এই জেলার ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল