পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪
ফলে এখানকার প্রার্থীরা ভোট প্রচারের জন্য বাকিদের থেকে সবচেয়ে বেশি সময় পাচ্ছেন। তবে কেউ এই সময় নষ্ট করতে রাজি নন। প্রত্যেকেই জোর কদমে প্রচার চালাচ্ছেন। আগে ভাগে প্রচার সেরে রাখছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। এই তীব্র গরমকে উপেক্ষা করে কোনভাবেই রাজনৈতিক ময়দানে এক ইঞ্চি মাটির ছাড়তে নারাজ জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। এই গরমের মধ্যেই অভিনব প্রচার করতে দেখা গেল তাঁকে।
advertisement
আরও পড়ুন: হাতি বাইসন তো আছেই, এবার আকাশ পথে হামলা চালাচ্ছে এরা! মাথায় হাত ভুট্টা-চাষিদের
জয়নগরের শ্রীপুর অঞ্চলে ভোট প্রচার করেন এই তৃণমূল প্রার্থী। দেখলে মনে হবে যেন কোনও বিয়ে বাড়ি। তবে বিয়ে বাড়ি নয়, বিয়ে বাড়ির মত ব্যান্ড পার্টি বাজিয়ে রাজনৈতিক প্রচার করছেন তিনি। গলায় রজনীগন্ধার মালা সঙ্গে ব্যান্ড পার্টির বাজনা সহযোগে প্রচার করেন প্রতিমা মণ্ডল। কখনও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলা, আবার কখনও এলাকার বেশ কিছু মন্দিরে পুজোও দিচ্ছেন তিনি। সাধারণ মানুষের এই গরমে কষ্ট না হয় সেই কথা মাথায় রেখে রোদ বাড়ার আগেভাগে প্রচার সেড়ে রাখছেন। তাই তিনি কর্মী সমর্থকদের ছাতা জলের বোতল সঙ্গে রাখার পরামর্শ দেন।
সুমন সাহা